হিরোর সবচেয়ে সস্তা মোটরবাইক Hero HF 100 বাংলা নববর্ষের দিনে লঞ্চ হল

নিত্যদিনের যাতয়াতের জন্য বেশিরভাগ মানুষ কমিউটার বাইকের ওপর ভরসা করে থাকেন। দামও অপেক্ষাকৃত সস্তা ও মাইলেজ বেশি হওয়ার কারনে ভারতে এন্ট্রি লেভেল মোটরবাইকের চাহিদাও উত্তোরত্তর বেড়ে চলেছে। তিন দশকেরও বেশি সময় ধরে গ্রাহকদের সুলভে ভরসাযোগ্য টু-হুইলার সরবরাহ করার জন্য সমাদৃত Hero Moto Corp, আজ ভারতে লঞ্চ করলো নতুন একটি কমিউটার মোটরবাইক। বাংলা নববর্ষের দিনে Hero HF 100 নামের এই মডেলটি দেশে হিরোর সবচেয়ে সস্তা বাইক হিসেবে পা রেখেছে।

Hero HF 100 : দাম

Hero HF 100 কেনার জন্য খরচ করতে হবে ৪৯,৪০০ টাকা (এক্স-শোরুম দিল্লি)। ব্ল্যাক কালার স্কিমের সাথে বাইকে থাকছে গ্রে ও রেড স্টিকার।

Hero HF 100
হিরোর সবচেয়ে সস্তা মোটরবাইক Hero Hf 100 বাংলা নববর্ষের দিনে লঞ্চ হল

Hero HF 100 : স্পেসিফিকেশন

হিরো এইচএফ ১০০ মোটরবাইকে পাবেন এয়ার কুল্ড ৯৭.২ সিসি ইঞ্জিন। আবার বাইকে EXsens-সহ PFi ও i3s প্রযুক্তি রয়েছে। ইঞ্জিনটি ৮,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৮.৩৬ পিএস পাওয়ার ও ৫,০০০ আরপিএম গতিতে ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। ইলেকট্রিক স্টার্ট ফিচার বাইকে রাখা হয়নি। পরিবর্তে শুধু কিক স্টার্ট অপশন পাওয়া যাবে৷ বাইকে গিয়ারের সংখ্যা ৪টি।

সাসপেনশনের জন্য Hero HF 100 বাইকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস ও ২-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন রিয়ার শক অ্যাবজর্ভার। বাইকের দু’দিকেই থাকছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। হিরো এইচএফ ১০০ মোটরবাইকের ওজন ১১০ কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১১০ মিমি, এবং ফিউয়েল ট্যাংকের ক্যাপাসিটি ৯.১ লিটার।

সম্প্রতি হিরো মটোকর্পের প্রত্যেকটি মডেলের দাম বেড়েছিল। তাই ৫০,০০০ টাকার আশেপাশে নতুন বাইক লঞ্চের উদ্যোগকে সঠিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। বাজারে Bajaj CT 100 (দাম- ৪৯,১৫২ টাকা) ও Bajaj Platina 100 KS (দাম- ৪৯,২৬১ টাকা) বাইকের সাথে Hero HF 100 এর তুল্যমুল্য লড়াই চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন