সরকারি ভর্তুকির জেরে ইলেকট্রিক সাইকেলের দাম 15000 টাকা অব্দি কমল, কিনবেন নাকি?

হাসি ফুটল হিরো সাইকেল (Hero Cycle)-এর বৈদ্যুতিক সাইকেল তৈরির ব্র্যান্ড হিরো লেকট্রো (Hero Lectro)-র মুখে। একইসাথে গ্রাহকদের জন্যও বড়সড় সুখবর নিয়ে হাজির হল সংস্থাটি। এবার থেকে ৭,৫০০ টাকা ও ১৫,০০০ টাকার ভর্তুকি সহ কেনা যাবে হিরো লেকট্রোর ইলেকট্রিক বাইসাইকেল। দিল্লি সরকার ব্যাটারিচালিত সাইকেলকে ভর্তুকির আওতায় আনার ফলে এই ছাড় মিলবে বলে জানিয়েছে সংস্থা। কেবলমাত্র দিল্লিতেই প্রযোজ্য এই সুবিধা।

হিরো লেকট্রো জানিয়েছে তাদের মোট পাঁচটি ই-সাইকেল ভ্যারিয়েন্ট এই ভর্তুকির আওতায় পড়ছে – C6, C8i, F6i ও C5। যেগুলি বর্তমানে ৭,৫০০ টাকার আর্থিক ছাড়ে কেনা যাবে। আবার পণ্য পরিবহণের জন্য উচ্চ ক্ষমতা কার্গো ই-সাইকেল Hero Lectro Cargo Winn-এ পাওয়া যাবে ১৫,০০০ টাকার ভর্তুকি। ফলে এর বাজার মূল্য হল ৩৪,৯৯৯ টাকা।

দূষণের মাত্রায় বাড়বাড়ন্ত কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করছে দিল্লি সরকার। সম্প্রতি ইলেকট্রিক বাইসাইকেলকে বৈদ্যুতিক গাড়ি নীতির আওতাধীন করেছে কেজরিওয়াল সরকার। যার ফলে এক ধাক্কায় অনেকটাই দাম কমে এসেছে সেগুলির। বলা হয়েছে, ইলেকট্রিক সাইকেলের প্রথম দশ হাজার ক্রেতাকে ৫,৫০০ টাকা এবং প্রথম এক হাজার ক্রেতাকে অতিরিক্ত ২,০০০ টাকার ভর্তুকি দেওয়া হবে। আবার কার্গো ই-সাইকেলের প্রথম পাঁচ হাজার গ্রাহক পেয়ে যাবেন ১৫,০০০ টাকার আর্থিক সুবিধা।

এই প্রসঙ্গে হিরো সাইকেলের ডিরেক্টর আদিত্য মুঞ্জল বলেন, “রাজধানীতে দিল্লি সরকারের ই-সাইকেলকে বৈদ্যুতিক গাড়ি নীতির আওতায় নিয়ে আসার সিদ্ধান্তকে আমরা সর্বান্তকরণে স্বাগত জানাই। এই ভর্তুকি একটি বৃহৎ শ্রেণীর মানুষের কাছে ই-সাইকেলকে অধিক সাশ্রয়ী এবং সুলভ করে তুলবে।” প্রসঙ্গত, বিভিন্ন সংস্থার মোট ১১টি ই-সাইকেলকে ভর্তুকির আওতায় আনা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে আরও বেশিসংখ্যক দ্বিচক্রযান এই প্রকল্পের আওতাধীন হবে।