8200mAh লং লাস্টিং ব্যাটারি সহ লঞ্চ হল Lenovo Tab P11 Pro (2nd Gen), দাম দেখে নিন

আজ অর্থাৎ ১৩ই অক্টোবর Lenovo ভারতের বাজারে Tab P11 Pro (2nd Gen) নামের একটি নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করলো। সংস্থার P11-লাইনআপের অধীনে ইতিমধ্যেই Tab P11, Tab P11 Pro এবং Tab P11 Plus নামের মডেলগুলি ভারতে আত্মপ্রকাশ করেছে। এক্ষেত্রে নবাগত Tab 11 Pro (2nd Gen) ট্যাবলেটটি গত বছর আগত Tab P11 Pro মডেলের তুলনায় বেশ কয়েকটি আপগ্রেডেড ফিচার সমূহের সাথে এসেছে। যেমন, সিরিজের নতুন সংযোজনে – মিডিয়াটেক কোম্পানিও ১৩০০টি প্রসেসর, ARM Mali-G77 MC9 জিপিইউ এবং ৮,৪০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি রয়েছে। আর দামের নিরিখে পূর্বসূরি ও উত্তরসূরির মধ্যে ৩,০০০ টাকার ফারাক নজরে পড়বে। প্রসঙ্গত, ফিচার ও দামের ভিতিত্তে Lenovo আনীত এই লেটেস্ট ট্যাবলেটটি বিদ্যমান Samsung Galaxy Tab S7 FE, iPad Air -এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন Lenovo Tab P11 Pro (2nd Gen) -এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Lenovo Tab P11 Pro (2nd Gen) -এর দাম ও লভ্যতা

লেনোভো ট্যাব পি১১ প্রো (২তম জেনারেশন) ট্যাবলেটকে ভারতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক বিকল্পের সাথে লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। প্রাপ্যতার কথা বললে, গ্রাহকেরা আগামী ১৭ই অক্টোবর থেকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon.in) এবং লেনোভো এক্সক্লুসিভ স্টোরের মাধ্যমে ট্যাব পি১১ প্রো (২তম জেনারেশন) ট্যাবলেটটিকে কিনতে পারবেন।

উল্লেখ্য, গত বছর ট্যাব পি১১ প্রো মডেলটিকে লেনোভোর ভারতীয় শাখার ওয়েবসাইটে ৩৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছিল।

Lenovo Tab P11 Pro (2nd Gen) -এর স্পেসিফিকেশন ও ফিচার

দ্বিতীয় প্রজন্মের লেনোভো ট্যাব পি১১ প্রো -কে পূর্বসূরির তুলনায় অনেক আপগ্রেডেড ফিচারের সাথে নিয়ে আসা হয়েছে। যেমন, উক্ত ট্যাবলেটে নতুন মিডিয়াটেক কোম্পানিও ১৩০০টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। জিপিইউ হিসাবে এতে এআরএম মালি-জি৭৭ এমসি৯ পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাব -টিতে ৮,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। যেখানে প্রথম প্রজন্মের মডেলে ৮,৪০০ এমএএইচ ব্যাটারি প্যাক করা হয়েছে। লেনোভোর দাবি অনুসারে, এটি একক চার্জে ১৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম।

তদুপরি, Lenovo Tab P11 Pro (2nd Gen) -তে মূল মডেলের তুলনায় সামান্য ছোট অর্থাৎ ১১.২-ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, উক্ত ডিভাইসে একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

অন্যান্য ফিচারের কথা বললে, আলোচ্য ট্যাব লেনোভো প্রিসিশন পেন ৩ সাপোর্ট করে, যা রিটেল বক্সে বান্ডিল করা থাকছে। এটি ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত কোয়াড স্পিকার সিস্টেম সহ এসেছে। পরিশেষে, Lenovo Tab P11 Pro (2nd Gen) -এর পরিমাপ ২৬৩.৬৬x১৬৬.৬৭x৬.৮ মিমি এবং ওজন ৪৮০ গ্রাম।