Hero MotoCorp ও BPCL জোট বেঁধে সারা দেশে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করবে

দু’চাকার বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়তে জোট বাঁধার ঘোষণা করল হিরো মটোকর্প (Hero MotoCorp) এবং ভারত পেট্রলিয়াম (BPCL)৷ বস্তুত এই প্রথম দেশের মোটরগাড়ি শিল্পের কোনও অরিজিনানাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যৌথভাবে সারা দেশে ইলেকট্রিক টু-হুইলার চার্জ দেওয়ার স্টেশনের পরিকাঠামো তৈরি করবে৷

এ দিনের প্রেস বিবৃতিতে হিরো মটোকর্প এবং ভারত পেট্রলিয়াম জানিয়েছে যে, প্রথম পর্যায়ে দিল্লি ও বেঙ্গালুরু থেকে শুরু করে ন’টি শহরে চার্জিং স্টেশন গড়ে তোলার কাজ শুরু হবে৷ পরবর্তীতে তা দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে৷ হিরো তাড়াতাড়িই ওই দুই শহরে চার্জিং স্টেশনের পরিকাঠামো উন্নয়নে হাত দেবে৷

ডিসি ও এসি চার্জার ধরে প্রতিটি স্টেশনে একাধিক পোর্ট রাখা হবে৷ এবং তার মাধ্যমে যে কোনও ধরনের দু’চাকার বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়া যাবে৷ ব্যাটারি কতটুকু চার্জ হচ্ছে, সম্পূর্ণ চার্জ হতে কতক্ষণ বাকি, তার সমস্ত হালহকিকত একটি মোবাইল অ্যাপে দেখা যাবে৷ আবার অনলাইনেই পেমেন্টের ব্যবস্থা থাকবে৷

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ভারত পেট্রলিয়াম ঘোষণা করেছিল, তারা বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার ৭০০০টি স্টেশন খোলার পরিকল্পনা করেছে৷ সংস্থার তরফে আরও বলা হয়েছিল, দেশে তাঁদের মোট ১৯,০০০ পেট্রল পাম্পের মধ্যে ৭০০০টিতে আগামী কয়েক বছরের মধ্যে চার্জ দেওয়ার পরিকাঠামো (এনার্জি স্টেশন) তৈরি করা হবে৷ ফলে সুদূর ভবিষ্যতে প্রথাগত জ্বালানির বাজার পড়তে শুরু করলে সহজেই ঝুঁকি ও লোকসান এড়ানো যাবে৷

অন্য দিকে, দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী হিরো মটোকর্পের নজর এবার বৈদ্যুতিক যানবাহনে৷ সবকিছু ঠিকঠাক তাহলে চলতি বছরের প্রথমার্ধেই সংস্থার ব্যাটারিচালিত স্কুটার বাজারে পা রাখবে৷ গত বছর সংস্থার দশতম বর্ষপূর্তি (হন্ডার সাথে পৃৃথকভাবে) উপলক্ষ্যে তার কনসেপ্ট (Concept) মডেলের চেহারার একঝলক দেখা গিয়েছিল৷ যদিও হালে ই-স্কুটারটির সম্পর্কে নতুন কোনও আপডেট পাওয়া যায়নি৷

এটুকু স্পষ্ট, চার্জ দেওয়ার স্টেশনের অভাব যাতে হিরোর ইলেকট্রিক স্কুটার কেনার পথে অন্তরায় না হয়ে দাঁড়ায়, দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল সংস্থার হাত ধরে তার আগাম প্রস্তুতিও সেরে রাখল তারা৷ তবে শুধু চার্জিং স্টেশন নয়, ব্যাটারি বদলের স্টেশন খুলতে ইতিমধ্যেই তাইওয়ানের সংস্থা গোগোরো (Gogoro)-কে পার্টনার করে নিয়েছে হিরো মটোকর্প৷ বৈদ্যুতিক যানবাহনের সহায়ক পরিবেশ গড়ে তুলতে যৌথ ভাবে কাজ করবে দুই সংস্থা পাশাপাশি হিরো মোটোকর্পের আসন্ন দু’চাকার বৈদ্যুতিক গাড়িতে গোগোরো-র অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়সাধন করা হবে।

হিরো মটোকর্প তাদের ইলেকট্রিক স্কুটারের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে খুব সম্ভবত ভিডা (Vida) নাম ব্যবহারের প্রতি ঝুঁকতে পারে৷ ভিডা সংস্থার সাব-ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা প্রবল৷ সহযোগী সংস্থার জন্য মোট ছ’টি নামের জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছে তারা৷ তার মধ্যে প্রতিটি নাম শুরু ‘ভিডা’ (Vida) দিয়ে৷ নামগুলি হল, ভিডা ইলেকট্রিক (Vida Electric), ভিডা ইভি (Vida EV), ভিডা মোবিলিটি (Vida Mobility, ভিডা মোটোকর্প (Vida MotoCorp), ভিডা মোটরসাইকেল (Vida Motocycle), এবং ভিডা স্কুটার (Vida Scooter)।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

17 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

25 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

54 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

4 hours ago