Hero MotoCorp এবং Gogoro যৌথ উদ্যোগে কবে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে জেনে নিন

পরিকল্পনা ছিল, তাইওয়ানের Gogoro-র অত্যাধুনিক ব্যাটারি সোয়াপিং টেকনোলজির সাথে সমন্বয়সাধন করে Hero MotoCorp ভারতে ব্র্যান্ড নিউ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। কিন্তু দেশে কোভিড পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্ৰণের বাইরে চলে যাওয়ার ফলে সেই পরিকল্পনা আপাতত পিছিয়ে দেওয়া হল।

গত মাসে, আরবান ব্যাটারি সোয়াপিং ও স্মার্ট মোবিলিটির জন্য বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন গোগোরো-র সাথে জোট বেঁধে হিরো মোটোকর্প ভারতবর্ষে ব্যাটারি সোয়াপিং প্ল্যাটফর্ম বা Gogoro Network (গোগোরো নেটওয়ার্ক) সূচনা করার কথা ঘোষণা করে। পাশাপাশি, দেশে হিরো মোটোকর্প ব্র্যান্ডেড আপকামিং ইলেকট্রিক টু-হুইলারগুলিতে গোগোরো-র প্রযুক্তি ব্যবহার হবে বলে সেই সময় হিরো জানিয়েছিল।

এদিকে জয়পুরে দ্য সেন্টার অব ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (সিআইটি) সেন্টারে Hero অনেকদিন ধরেই নিজস্ব ইলেকট্রিক টু-হুইলারের ওপর কাজ করছে। যার অর্থ, কয়েক বছর আগে প্রদর্শিত হওয়া Hero Duet ও Hero Maestro স্কুটারের ইলেকট্রিক ভার্সনে-র মধ্যে একটি গোগোরো-র ব্যাটারি সোয়াপিং টেকনোলজি সহ লঞ্চ হতে পারে।

তবে, হিরোর যাবতীয় প্রোডাক্ট লঞ্চ ২০২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাছাড়া কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্লান্ট, পার্টস প্রোডাকশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেসিলিটি ১৬ মে পর্যন্ত বন্ধ থাকায় ইলেকট্রিক স্কুটারের বিকাশের কাজও এখন থমকে।

তাই বলে হিরো অবশ্য হাত গুটিয়ে বসে নেই। গ্রাহকদের সম্পুর্ণ ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার জন্য সংস্থাটি সম্প্রতি ভার্চুয়াল শোরুম লঞ্চ করছে। হিরো মটোকর্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়াল শোরুম ফিচার অ্যাক্সেস করা যাচ্ছে। এটি মডেল ও ডিজিটাল শোরুমের ৩৬০-ডিগ্রি ভিউ সরবরাহ করে ঘরে বসেই গ্রাহকদের হিরোর প্রতিটি মোটরসাইকেল এবং স্কুটার ডিজাইন, ফিচার, এবং প্রযুক্তিগত বিবরণগুলি দেখতে ও অণ্বেষণ করতে দেবে। অর্থাৎ সশরীরে উপস্থিত না হয়েও শোরুমে গিয়ে নয়া টু-হুইলার কেনার রোমাঞ্চ গ্রাহক বাড়িতে বসেই অনুভব করবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন