বিদেশের বাজারে আধিপত্যের সূচনা, Hero MotoCorp মেক্সিকোয় বাইক ও স্কুটার লঞ্চ করল

মেক্সিকোয় রিটেল পরিষেবার সূচনা করে লাতিন আমেরিকার মোটরসাইকেলের বাজারে থাবা বসানোর লক্ষ্যে এক কদম এগিয়ে গেল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেল রপ্তানি করে তারা। এবার সেই তালিকায় নবতম সংযোজন মেক্সিকো।

আগামী তিন বছর মেক্সিকোয় দ্রুতগতিতে ব্যবসা বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে হিরো মোটোকর্প। সেইসব পরিকল্পনার অংশ হিসেবে লাতিন আমেরিকার ওই দেশটির বাজার ধরতে রকমারি মোটরসাইকেল নিয়ে হাজির হচ্ছে ভারত তথা বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি।

মেক্সিকোয় মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বিক্রি করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে Xpulse 200, Xpulse 200T, Hunk 190, Hunk 160R, Hunk 150, Eco 150 TR, Eco 150 Cargo, and Ignitor 125 বাইক এবং Dash 125 স্কুটার।

হিরো মোটোকর্পের হেড (গ্লোবাল বিজনেস) সঞ্জয় ভান (Sanjay Bhan) বলেছেন, মেক্সিকোয় প্রবেশ আমাদের আর্ন্তজাতিক ব্যবসা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। মেক্সিকো ভবিষ্যতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হতে চলেছে এবং এটি সেই দিকেই প্রথম পদক্ষেপ।

এছাড়াও হিরো মোটোকর্প জানিয়েছে, মেক্সিকোয় টু-হুইলারের প্রচারের জন্য আকর্ষণীয় ফাইন্যান্স অপশনের ঘোষণা করবে তারা। সে দেশে হিরোর প্রত্যেকটি দু’চাকার গাড়ি তিন বছর বা ৩০,০০০ কিলোমিটার ওয়্যারেন্টির সাথে লঞ্চ করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন