বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল লোগো বানিয়ে গিনেস বুকে নাম তুলল Hero MotoroCorp

সাম্প্রতিক কালে ভারত নানা আঙিনায় বিভিন্ন আন্তর্জাতিক পদক ও সম্মান লাভ করছে, তা সে অলিম্পিকের পদক হোক কিংবা খ্যাতির সম্মাননা, ভারত তার মুকুটে একের পর এক পালক জুড়েই চলেছে। সেক্ষেত্রে এবার বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল লোগো তৈরির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে ভারত তথা বিশ্বের বৃহত্তম মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা Hero Motocrop।

ভারতীয় কোম্পানি হিরো এবং জাপানের কোম্পানি হোন্ডা একত্রে ভারতীয় বাজারে সুদীর্ঘকাল ধরে হরেক রকমের মোটরবাইক প্রস্তুত করে এসেছে, কিন্তু হিরো মটোকর্প এবং হোন্ডার বিচ্ছেদের হয়ে গেছে ১০ বছর। ফলে এক দশকের দীর্ঘ একক যাত্রাকে উদযাপন করার জন্য, কোম্পানি তাঁদের অন্যতম পুরানো এবং জনপ্রিয় মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার প্লাস ব্যবহার করে বিশ্বের সবচেয়ে সবচেয়ে বড় মোটরসাইকেল লোগো তৈরি করেছে।

১৮৪৫ টি হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল সাজিয়ে সেটি তৈরি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের চিত্তোরে হিরোর কারখানার লাগোয়া জমিতে ১০০০ ফুট x ৮০০ ফুট জায়গা লেখেছে লোগোটি বানাতে। ক্যানভাসের মতো করে এটির ওপর বাইক দিয়ে ডিজাইন করা হয়েছে। এই লোগোটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত হয়েছে। হিরো মটোকর্পই একমাত্র টু-হুইলার সংস্থা যারা প্রথম এত বড় লোগো প্রদর্শন করল।

হিরো মটোকর্পের গ্লোবাল প্রডাক্ট প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান মালো লে ম্যাসন (Malo Le Masson), বলেছেন, “এই বছরের শুরুতেই, হিরো মটোকর্প ১০০ মিলিয়ন বাইক বিক্রির ল্যান্ডমার্ক ছুঁয়েছে, একটি রেকর্ড যা হিরোর প্রত্যেক সদস্যের হৃদয়কে স্পর্শ করেছে। এই মাইলফলকটি ২০২১ সালে এসেছে যা আবার হিরোর দশম বার্ষিকী বছর। ২০১১ সালের ৯ই আগস্ট লন্ডনের O2 এরিনায় হিরো ব্র্যান্ডের লোগোটির আত্মপ্রকাশ ঘটেছিল। সুতরাং, এই গুরুত্বপূর্ণ দিনটিকে অনন্য কায়দায় উদযাপনের জন্য ও আমাদের সংস্থার মর্যাদা প্রদর্শনের জন্য আমরা একটি ‘সর্ববৃহৎ মোটরসাইকেল লোগো’ তৈরী করেছি, সেটা গিনেস বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করেছে।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন