Apple WWDC 2024: সম্পূর্ণ বিনামূল্যে অংশ নেওয়া যাবে, অ্যাপলের বিশেষ ইভেন্ট কবে থেকে শুরু

WWDC 2024 ইভেন্ট আগামী 10 থেকে 14 জুন পর্যন্ত চলবে, যেখানে বিশ্বের নামিদামি ডেভেলপাররা Apple এর নতুন সফটওয়্যার দেখার সুযোগ পাবে।

Apple অবশেষে তাদের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স (WWDC) ইভেন্টের তারিখ জানালো। বহু প্রতীক্ষিত এই ইভেন্ট আগামী 10 থেকে 14 জুন পর্যন্ত চলবে, যেখানে বিশ্বের নামিদামি ডেভেলপাররা Apple এর নতুন সফটওয়্যার দেখার সুযোগ পাবে।

Apple WWDC 2024 ইভেন্ট হবে ডেভেলপারদের জন্য পুরোপুরি ফ্রি

অ্যাপল জানিয়েছে যে, এবারের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে ডেভেলপাররা বিনামূল্যে অংশ নিতে পারবে। এই ইভেন্ট অনলাইনে হবে। ফলে অনেকবেশি সংখ্যক ডেভেলপার অংশগ্রহণ করতে পারে। এখানে ভিডিও সেশনের পাশাপাশি অ্যাপল ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলা যাবে।

তবে জানিয়ে রাখি, আসল ইভেন্ট অনলাইনে হলেও Apple, ইভেন্টের প্রথম দিন অর্থাৎ 10 জুন অ্যাপল পার্কে একটি ইন-পার্সন ইভেন্টেরও আয়োজন করেছে। এখানেও অ্যাপল টিমের মেম্বাররা থাকবেন।

এদিকে আশা করা যায় যে, WWDC 2024 ইভেন্টে Apple তাদের iOS, iPadOS, MacOS, WatchOS, TVOS, ও VisionOS এর নতুন ভার্সন লঞ্চ করবে। এছাড়া আর কোনো প্রোডাক্টের উপর থেকে পর্দা সরানো হবে কিনা তা এখনও জানা যায়নি।