অনেক কম দামে কিনুন দুর্দান্ত ক্যামেরার Oppo -র 5G স্মার্টফোন, 11 হাজার টাকা পর্যন্ত ফায়দা

Oppo Reno 8 5G ফোনটি ইদানীংকালে Amazon থেকে কিনতে হলে ইউজারদের কত টাকা খসাতে হবে জেনে নিন

আপনি যদি হালফিলে ৩০,০০০ টাকার কমে কোনো নামজাদা কোম্পানির একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি দুর্দান্ত 5G স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। আসলে সম্প্রতি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে Oppo Reno 8 5G ফোনটি অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং সেইসাথে আকর্ষণীয় ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারকে একজোট করলে ৩৮,৯৯৯ টাকা দামের উক্ত হ্যান্ডসেটটিকে একেবারে নামমাত্র খরচে পকেটস্থ করা যেতে পারে। তাই চলুন, আর দেরি না করে Oppo Reno 8 5G ফোনটি ইদানীংকালে Amazon থেকে কিনতে হলে ইউজারদের কত টাকা খসাতে হবে, তা জেনে নেওয়া যাক।

Amazon থেকে বিশাল ছাড়ে কিনে নিন Oppo Reno 8 5G

৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত ওপ্পো রেনো ৮ ৫জি স্মার্টফোনটির শিমার ব্ল্যাক মডেলের আসল দাম ৩৮,৯৯৯ টাকা। তবে বর্তমানে ২৩% ছাড়ের সুবাদে হ্যান্ডসেটটি অ্যামাজন থেকে ২৯,৮৯০ টাকায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। আবার, এইচএসবিসি ব্যাংকের ক্রেডিট কার্ড মারফত ইএমআই ট্রানজ্যাকশনে মিলবে ২,০০০ টাকা ছাড়৷ অন্যদিকে, ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড মারফত ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই ডিভাইসটি কিনলে ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। সেক্ষেত্রে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে হালফিলে হ্যান্ডসেটটিকে একেবারে জলের দরে পকেটস্থ করতে পারবেন ক্রেতারা।

Oppo Reno 8 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডুয়াল সিমের (ন্যানো) ওপ্পো রেনো ৮ ৫জি স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৯০.৮% স্ক্রিন-টু-বডি রেশিও, এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য ডিভাইসটিতে মিলবে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওপ্পোর এই ফোনটিতে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স (LPDDR4x) র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ (UFS 3.1) ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য ওপ্পো রেনো ৮ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ (MediaTek Dimensity 1300) অক্টা-কোর প্রসেসর সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, ওপ্পো রেনো ৮ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে।

ওপ্পো রেনো ৮ ৫জি হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৫, জিপিএস/ এ-জিপিএস, ব্লুটুথ ৫.৩, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ডিভাইসটিতে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওপ্পোর এই ফোনটির পরিমাপ ১৬০x৭৩.৪x৭.৬৭ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।