১১ হাজার টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola Edge 50 Pro স্মার্টফোনের

আপনি যদি প্রিমিয়াম ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির ফোন খোঁজ করে থাকেন, তাহলে Motorola Edge 50 Pro বেছে নিতে পারেন। চমৎকার ডিজাইন ও ক্যামেরার পাশাপাশি এই স্মার্টফোনে নজরকাড়া ফিচারও আছে। আর এই ডিভাইসটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। এর উপর ১১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজন এই অফার দিচ্ছে।
Motorola Edge 50 Pro ফোনের দাম ও অফার
অ্যামাজনে মোটোরোলা এজ ৫০ প্রো এই মুহূর্তে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার সহ পাওয়া যাচ্ছে। এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৪১,৯৯৯ টাকা হলেও, অ্যামাজনে এটি এখন ৩০,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে রয়েছে ১৭৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যাঙ্ক কার্ড অফার। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধাও।
Motorola Edge 50 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি কার্ভড ১.৫কে pOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ২০০০ নিটস। এটি মেটাল ফ্রেম এবং ভেগান লেদার ফিনিশ সহ এসেছে।
মোটোরোলা এজ ৫০ প্রো এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।