Mi 10i 5G ব্যবহারকারীদের জন্য সুখবর, শুরু হল MIUI 12.5 এর টেস্টিং

Xiaomi গতবছর ঘরেলু মার্কেটে Redmi Note 9 Pro 5G লঞ্চ করেছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস সহ এসেছিল। তবে চলতি বছরের শুরুতেই এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ (Android 10-based MIUI 12.5) আপডেট আনা হয়। এবার ফোনটির অন্যান্য অঞ্চলের ভার্সনের জন্যও এই আপডেট রোল আউট করতে শুরু করলো Xiaomi।

আসলে রেডমি নোট ৯ প্রো ৫জি ইউরোপে Mi 10T Lite নামে লঞ্চ হয়েছিল। আবার ভারতে এই ফোনের নাম Mi 10i 5G। কয়েক সপ্তাহ আগে মি ১০টি লাইট ফোনটি নতুন আপডেট পেতে শুরু করেছিল। এবার মি ১০আই ৫জি এর জন্যও শাওমি পাইলট প্রোগ্রামে MIUI 12.5 এর টেস্টিং শুরু করলো। এর অর্থ শীঘ্রই এই ফোনটি আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১১ আপডেট পেতে শুরু করবে।

Piunikaweb এর রিপোর্ট অনুযায়ী, শাওমি ভারতে Mi 10i 5G ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেট রোল আউট করতে শুরু করেছে। তবে আপাতত তারাই এই আপডেট পাবে, যারা MIUI পাইলট টেস্টিং প্রোগ্রামে নাম লিখিয়েছিল। এইসব ফোনে আপডেট আসার পর কোনো সমস্যা না দেখা গেলে, তবেই সমস্ত ফোনের জন্য আপডেটটি রোল আউট করা হবে।

জানিয়ে রাখি ভারতে মি ১০আই ৫জি ফোনটি তিনটি স্টোরেজ সহ পাওয়া যায়। যেগুলি হল ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ২০,৯৯৯ টাকা, ২১,৯৯৯ টাকা ও ২৩,৯৯৯ টাকা। 

এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১০৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন