আগামী বছরের শুরুতে ভারতে আসছে Oppo Pad, দাম ও ফিচার জেনে নিন

Oppo-র সিস্টার ব্র্যান্ড Realme ইতিমধ্যেই তাদের প্রথম ট্যাবলেট, Realme Pad লঞ্চ করেছে। শোনা যাচ্ছে Oppo-ও শীঘ্রই একটি ট্যাবলেট বাজারে আনবে, যার নাম Oppo Pad। যদিও সংস্থার তরফ থেকে এখনো ট্যাবটির বিষয়ে কিছু জানানো হয়নি। তবে রিপোর্ট অনুসারে, Oppo Pad সর্বপ্রথম চীনে লঞ্চ হবে। এতে ৬ জিবি র‍্যাম এবং কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকবে বলে জানা গেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস কাস্টম স্কিন। এখন জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন, Oppo Pad ভারতেও আসতে চলেছে।

ভারতে আসছে Oppo Pad

টিপস্টার মুকুল শর্মা , ৯১মোবাইলস কে জানিয়েছেন, ওপ্পো ভারতে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তাঁর মতে, ওপ্পো প্যাড ভারতে ২০২২ সালের প্রথমার্ধে লঞ্চ হতে পারে ৷ তবে চীনে যে ওপ্পো প্যাড লঞ্চ হবে, সেই একই মডেল ভারতে আসবে কিনা সেই নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Oppo Pad দাম ও লভ্যতা (সম্ভাব্য)

91 mobiles জানিয়েছে, দেশীয় মার্কেটে ওপ্পো প্যাডের দাম রাখা হবে ২,০০০ ইউয়ান ( প্রায় ২৩,৬০০ টাকা)। যদিও ভারতে এর দাম কত হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

Oppo Pad ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সম্প্রতি, জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট টেশন, ওপ্পো ট্যাবলেটটির তথ্য ফাঁস করেছে। তার দাবি আসন্ন এই ট্যাবলেটে ব্যবহার করা হবে কোয়ালকোম স্নাপড্রাগন ৮৭০ প্রসেসর। সাথে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

টিপস্টারের তথ্য অনুযায়ী, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৫৬০০x১৬০০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ১১-ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে Oppo Pad। ট্যাবলেটটির পিছনে একটি ১৩-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮-মেগাপিক্সেল সেলফি শ্যুটার দেওয়া হবে বলেও তার মত। পাশাপাশি এতে থাকবে ৮,০৮০ এমএএইচ এর ব্যাটারি।