অপেক্ষা শেষ! Hero MotoCorp-এর ইলেকট্রিক স্কুটার শীঘ্রই লঞ্চ হচ্ছে, দেখুন ডিজাইন

২০১১ সালে জাপানের হোন্ডা (Honda)-র সঙ্গে দু’দশকের বেশি সময়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে Hero MotoCorp (হিরো মোটোকর্প) নামে আত্মপ্রকাশ করেছিল হিরো (Hero)। ২০২১-এ স্বাধীন সংস্থা হিসেবে ১০ বছর পূর্ণ করেছে হিরো মোটোকর্প। সেই উপলক্ষ্যেই গতকাল নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে ১০ বছর পূর্তি উদযাপনের একটি ইভেন্ট সরাসরি সম্প্রচার করেছিল হিরো। অপ্রত্যাশিত ভাবেই ইভেন্টের একদম শেষে বড় চমক দেখালেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান পবন মুঞ্জল (Pawan Munjal)। লাইভ স্ট্রিমিংয়ে জয়পুরে কোম্পানির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে হিরো মোটোকর্পের প্রথম ইলেকট্রিক স্কুটারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে।

স্পেসিফিকেশন, ফিচার, বা কবে নাগাদ লঞ্চ হতে পারে – হিরো মোটোকর্পের প্রথম ব্যাটারিচালিত স্কুটার নিয়ে পবন মুঞ্জল যদিও সে সব নিয়ে কিছু বলেননি। শুধু এটুকু জানিয়েছেন, শীঘ্রই মডেলটি জনসমক্ষে নিয়ে আসবেন তারা। ই-স্কুটারটি চূড়ান্ত প্রটোটাইপ মডেল বলেই মনে করা হচ্ছে। যার ফলে হিরো মোটোকর্প ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার জন্য প্রস্তুত বলে মত ওয়াকিবহল মহলের।

Hero MotoCorp Electric Scooter ডিজাইন

প্রথম দর্শনেই হিরো ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন বেশ স্লিক বলে মনে হবে। কার্ভড বডি রয়েছে এতে; আছে সাদা ও কালো রঙের মিশ্রণ। স্কুটারে ফ্লাইস্ক্রিন, এবং লম্বা সিট দেখা গেছে যা দু’জনের বসার জন্য যথেষ্ট লম্বা ও চওড়া। সামনে ১২ ইঞ্চি ও পিছনে ১০ ইঞ্চি চাকা দেওয়া হয়েছে বলে অনুমান করা যায়। রিয়ার হুইলে হাব মাউন্টেড মোটর আছে বলে মনে হয় না। আবার বাজাজ চেতকের মতো এতে সিঙ্গেল সাইডেড সুইংআর্ম রয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে তাইওয়ানের গোগোরো (Gogoro)-র সঙ্গ কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছিল হিরো মোটোকর্প। তখন অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, যৌথ উদ্যোগে গোগোরো-র ব্যাটারি সোয়াপিং স্টেশন বা গোগোরো নেটওয়ার্ক (Gogoro Network) ভারতবর্ষে নিয়ে আসার পাশাপাশি, দেশে হিরো মোটোকর্প ব্র্যান্ডেড আপকামিং ইলেকট্রিক টু-হুইলারগুলিতে গোগোরো-র অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়সাধন করা হবে। আবার গত মে মাসে, ভারতে গোগোরো তাদের ভিভা (Viva) ইলেকট্রিক স্কুটারের নাম নথিভুক্ত করে। ফলে গোগোরোর ই-স্কুটার হিরো রিব্র্যান্ডেড করবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু গতকাল, হিরো মোটোকর্প যে ই-স্কুটারটি দেখিয়েছে তার সাথে ডিজাইনের নিরিখে গোগোরোর কোনও মডেলেরই মিল নেই। সুতরাং, এটি যে হিরোর নিজস্ব মডেল, তা নিয়ে সন্দেহের অবকাশ রইল না।

এ বছরের শেষে বা আগামী বছরের প্রথমে হিরো তাদের ইলেকট্রিক স্কুটার বিক্রির জন্য উপলব্ধ করবে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন