৪৯,০০০ টাকার হিরো বাইকের উপর ৭ হাজার টাকা ক্যাশব্যাক, বাইক কেনার সুবর্ণ সুযোগ

করোনা আবহে সাধারণ মানুষ খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে ব্যস্ত। তবে বর্তমানে কোভিড-১৯ এর কারণে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার জন্য ব্যক্তিগত যানবাহন থাকাটা খুবই জরুরী। এমতবস্থায় আপনি যদি ৫০,০০০ টাকার মধ্যে কোনো বাইক খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে হিরোর নতুন এইচএফ ডিলাক্স BS6 বাইকটি। শুধু তাই নয়, সস্তার Hero HF Deluxe BS6 বাইকের উপর ৭,০০০ টাকা ক্যাশব্যাকও পাওয়া যায়।

হিরো এইচএফ ডিলাক্স BS6 বাইকটির এক্স শোরুম প্রাইস ৪৯,০০০ টাকা থেকে শুরু। তার ওপর গ্রাহকরা পেটিএম এর মাধ্যমে বাইকটি কিনলে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার পাবেন। সর্বোচ্চ ৭০০০ টাকা অব্দি ক্যাশব্যাক পেতে পারেন পেটিএম এর মাধ্যমে কিনলে। প্রসঙ্গত হিরো তাদের HF Deluxe BS4 বাইক ভারতের বাজারে ব্যান হওয়ার আগে প্রায় ১০ হাজার টাকার ছাড় দিয়েছিল।

Hero HF Deluxe BS6 স্পেসিফিকেশন:

Hero MotoCorp তাদের নতুন হিরো HF Delux BS6 বাইক দুটি অপশনে এনেছে, একটি স্পোক হুইলে ও অন্যটি আলোয় হুইলে। এই বাইকটি লম্বায় ১৯৬৫ মিমি ও প্রস্ত ৭২০ মিমি। বাইকটিতে ১২৩৫ মিমির হুইলবেশ ও ১৬৫ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এতে ৯.৬ লিটারের ফ্যুয়েল ট্যাঙ্ক আছে।

হিরো HF Deluxe BS6 বাইকে এয়ারকুল, ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ৯৭.২ সিসির OHC ইঞ্জিন আছে। ইঞ্জিনটি ৮,০০০ আরপিএম এ ৭.৯১ হর্সপাওয়ার ও ৬,০০০ আরপিএম এ ৮.০১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। পুরনো BS4 মডেলের তুলনায় এই মডেলে ৯ শতাংশ বেশি মাইলেজ দেবে। এই ইঞ্জিনে নতুন ফুয়েল ইনজেকশন প্রযুক্তিও আছে। বাইকটিতে টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন দেখা যাবে। বাইকটির সামনের এবং পেছনের চাকায় ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক রয়েছে। কিক স্টার্ট ও সেল্ফ স্টার্ট দুটোই বাইকে পাওয়া যাবে।

হিরো HF Deluxe BS6 বাইকটি পাঁচটি রঙে পাওয়া যাবে। সেগুলি হলো টেকনো ব্লু, গ্রীন উইথ হেভি গ্রে, ব্ল্যাক উইথ হেভি গ্রে, পার্পেল উইথ ব্ল্যাক এবং রেড উইথ ব্ল্যাক। এই বাইক অত্যাধুনিক ফুয়েল ইনজেকশন প্রযুক্তি ও হিরো Xsence Advantage প্রযুক্তি সমৃদ্ধ।