Hero Splendor এর পুরো জেরক্স কপি, তবে তেলের বদলে চলে ব্যাটারিতে, বাজারে নয়া ই-বাইক

এ কথা সকলেরই জানা, ভারতের কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে জনপ্রিয়তম মডেল হিরো স্প্লেন্ডর (Hero Splendor)। আজও এটি দেশের সর্বাধিক বিক্রিত বাইক। প্রতিদ্বন্দ্বীর তালিকা লম্বা হলেও শীর্ষস্থান…

এ কথা সকলেরই জানা, ভারতের কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে জনপ্রিয়তম মডেল হিরো স্প্লেন্ডর (Hero Splendor)। আজও এটি দেশের সর্বাধিক বিক্রিত বাইক। প্রতিদ্বন্দ্বীর তালিকা লম্বা হলেও শীর্ষস্থান থেকে স্প্লেন্ডরকে টলানো যায়নি। খুশির খবর এটি এবারে বৈদ্যুতিক ভার্সনে আসতে চলেছে। তবে ব্যাটারি চালিত মডেলটি হিরো মোটোকর্প (Hero MotoCorp) আনছে না। আসলে বেলগাঁও ভিত্তিক ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এডিএমএস (ADMS) তাদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেল Boxer-এর ঝলক দেখিয়েছে। যা দেখতে অবিকল হিরো স্প্লেন্ডরের মতো।

বেঙ্গালুরুতে চলা গ্রীন ভেহিকেলস এক্সপো অনুষ্ঠানে ADMS Boxer-এর প্রদর্শন করা হয়েছে।জানা গেছে, স্প্লেন্ডরের থেকে অনুপ্রাণিত হয়েই Boxer-এর ডিজাইন করা হয়েছে। তবে বাইকটির  সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেনি তারা। ছবি দেখে বলা যায়, বক্সারের চৌকো হেডলাইট ও টেললাইট, ফক্স ফুয়েল ট্যাঙ্ক এবং কনসোল হুবহু স্প্লেন্ডরের সাথে মিল রয়েছে।

আবার স্প্লেন্ডরের থেকে ভিন্ন বেশকিছু জিনিস চোখে পড়েছে এতে। যেমন গ্রিপ এবং সুইচ কিউব সহ অনন্য হ্যান্ডেল বার। স্প্লেন্ডরের কনসোলের সাথে বক্সারের কনসোলের মিল থাকলেও এতে ফুয়েল গজের পরিবর্তে দেওয়া হয়েছে রেঞ্জ ইন্ডিকেটর এবং পাশে রয়েছে ট্যাকোমিটার। ADMS Boxer -এ উপস্থিত একটি হাব মোটর এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। এতে দেওয়া হতে পারে তিনটি রাইডিং ও একটি রিভার্স মোড।

ইকো মোডে বাইকটি ১৫০ কিমি পথ চলতে সক্ষম বলে সূত্রের দাবি। হার্ডওয়ারের প্রসঙ্গে বললে Boxer-এ অতি সাধারণ সরঞ্জাম দেওয়া হয়েছে। যেমন প্রথাগত কমিউটার বাইকের মত টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়েল শক অ্যাবজর্ভার, দুই চাকায় ড্রাম ব্রেক। তবে প্রোডাকশন ভার্সনে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম দেওয়া হতে পারে।