হিরো স্প্লেন্ডার প্লাস নাকি প্যাশন প্রো, সস্তায় কোন বাইক আপনার জন্য সেরা জেনে নিন

জনপ্রিয় মোটরবাইক কোম্পানি হিরোর কথা বলতেই প্রথমে যে বাইকদুটির নাম মাথায় আসে তা হল স্প্লেন্ডার প্লাস এবং প্যাশন প্রো । তবে এর মধ্যে স্প্লেন্ডার হল দেশের সর্বাধিক বিক্রিত মোটর সাইকেল। যদি আপনি হিরোর মোটরসাইকেল কেনার কথা ভেবে থাকেন তবে আপনার এই দুটি মোটরবাইক সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরী। আজ এখানে আমরা এই দুটি বাইকের মধ্যে পার্থক্য আপনাদের সামনে তুলে ধরবো।

ক্ষমতা :

Splendor Plus বাইক টিতে দেওয়া হয়েছে ৯৭.২ সিসি ইঞ্জিন যা ৮ এইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক জেনারেট করে। অপরদিকে Passion Pro তে দেওয়া হয়েছে ১১৩ সিসি এর ইঞ্জিন যা ৯ এইচপি শক্তি এবং ৯.৭৯ এনএম টর্ক জেনারেট করে। এর থেকে বোঝা যাচ্ছে যে প্যাশনের ইঞ্জিনটি স্প্লেন্ডারের চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন যা এটিকে বেশি শক্তি দেয়।

বৈশিষ্ট্য :

হিরোর দুটি বাইকই এক্স সেন্স এবং আই ৩ এস প্রযুক্তিতে সজ্জিত। স্প্লেন্ডারে টিউবলেস টায়ার, রক্ষণাবেক্ষণ ফ্রি ব্যাটারি, লম্বা আসন এবং ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। অন্যদিকে প্যাশন প্রো তে সিগনেচার টেইল ল্যাম্প, ডিজি-অ্যানালগ কন্সোল, ট্রিপল টোল গ্রফিক্স, অটোসাইল রয়েছে।

আয়তন :

স্প্লেন্ডার প্লাসের দৈর্ঘ্য ২০০০ মিমি, প্রস্থ ৭২০ মিমি, উচ্চতা ১০৫২ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। সেখানে প্যাশন প্রো এর দৈর্ঘ্য ২০৩৬ মিমি, প্রস্থ ৭১৫ মিমি এবং ৭৩৯ মিমি( ড্রাম ও ডিস্ক ভ্যারিয়েন্ট), উচ্চতা ১১১৩ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি।

জ্বালানী ট্যাঙ্কের ক্ষমতা এবং ওজন :

স্প্লেন্ডার প্লাস এ জ্বালানী ট্যাঙ্কের ক্ষমতা ৯.৮ লিটার । সেখানেই প্যাশন প্রো তে ১০ লিটারের জ্বালানী ট্যাঙ্ক দেওয়া হয়েছে। স্প্লেন্ডার প্লাসের কিক ভ্যারিয়েন্টটির ওজন ১১০ কেজি এবং সেলফ ভ্যারিয়েন্টের ওজন ১১২ কেজি। অপরদিকে প্যাশন প্রো এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের ওজন ১১৭ কেজি এবং ডিস্ক ভ্যারিয়েন্টের ওজন ১১৮ কেজি।

রঙের বিকল্প :

হিরো কোম্পানি গ্রাহকদের সামনে উভয় বাইকের জন্য ৪ টি রঙের বিকল্প রেখেছে।

মূল্য :

হিরো প্যাশন প্রো এর দুটি ভ্যারিয়েন্ট আছে। ড্রাম ভ্যারিয়েন্টটির দাম ৬৫ হাজার ৭৪০ টাকা এবং ডিস্ক ভ্যারিয়েন্টটির দাম ৬৭ হাজার ৯৪০ টাকা। সেখানে স্প্লেন্ডারের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। কিক স্টার্ট ভ্যারিয়েন্টটির দাম ৬০ হাজার ৩৫০ টাকা, সেলফ স্টার্ট ভ্যারিয়েন্টটির দাম ৬২ হাজার ৬৫০ টাকা এবং সেলফ স্টার্ট আই ৩ ভ্যারিয়েন্টটির সাম ৬৩ হাজার ৮৬০ টাকা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *