Hero Xoom নাকি Honda Activa H-Smart? কোন স্কুটারে বেশি ফিচার, সস্তায় কোনটা নিলে লাভ, জানুন

ভারতের টু-হুইলারের বাজার বরাবরই আকাশছোঁয়া প্রতিযোগিতার ক্ষেত্র। সম্প্রতি কী-লেস ফিচারের সঙ্গে নয়া স্কুটার লঞ্চ করেছে হোন্ডা (Honda)। তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল Activa 6G এর উপরেই…

ভারতের টু-হুইলারের বাজার বরাবরই আকাশছোঁয়া প্রতিযোগিতার ক্ষেত্র। সম্প্রতি কী-লেস ফিচারের সঙ্গে নয়া স্কুটার লঞ্চ করেছে হোন্ডা (Honda)। তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল Activa 6G এর উপরেই নির্মিত হয়েছে নতুন Activa H-Smart স্কুটারটি। এর রেশ কাটতে না কাটতেই ১১০ সিসি সেগমেন্টে এক নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে এদেশের সবচেয়ে বড় দু’চাকা গাড়ি বিক্রেতা হিরো মটোকর্প(Hero MotoCorp)। তাদের লঞ্চ করা নতুন Hero Xoom স্কুটারটি এই মুহূর্তে যনো সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আজকের প্রতিবেদনে এই দুটি স্কুটারের মধ্যে তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো।

Honda Activa H-Smart vs Hero Xoom: মূল্য

Honda Activa H-Smart এর দাম রাখা হয়েছে ৮০,৫৩৭ টাকা (এক্স-শোরুম)। Activa 6G এর এই স্মার্ট ভার্সনে রয়েছে ছয়টি কালার স্কিম। প্রতিপক্ষের ঘরে থাকা Hero Xoom তিনটি আলাদা ভ্যারিয়েন্টে এসেছে – LX, VX এবং ZX। দাম ৬৮,৫৯৯ টাকা থেকে শুরু হয়ে ৭৬,৬৯৯ টাকা (এক্স-শোরুম) অব্দি গিয়েছে।

Honda Activa H-Smart vs Hero Xoom: বৈশিষ্ট্য

সাধারণত আধুনিক দিনের চার চাকাতে চাবি ছাড়া অপারেট করার ব্যবস্থা থাকে। সাধারণ মোটরবাইকে তা ছিল অকল্পনীয়। সেই পরিস্থিতির আমূল পরিবর্তন করল হোন্ডা। তাদের এই Activa H-Smart স্কুটারটিতে রয়েছে চাবি ছাড়া ইঞ্জিন চালু করার সুযোগ। এমনকি পার্কিং লটে সহজেই আপনার স্কুটারটি খুঁজে পাওয়ার অপশনও রয়েছে এতে। এছাড়াও এর রিমোটটিকে স্কুটারের থেকে খানিকটা দূরত্বে নিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এর এফআই(Fi) সিস্টেম বন্ধ হয়ে গিয়ে স্কুটারটি লক হয়ে যায়।

অন্য হাতে থাকা হিরো জুমের সবচেয়ে বড় চমক সেগমেন্টের প্রথম কর্নারিং লাইট। এর মধ্যে অবস্থিত জাইরোস্কোপের মাধ্যমে স্কুটারটির লিন অ্যাঙ্গেল নির্ধারিত করে যে দিকেই এটি হেলবে সেদিকের আলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। এছাড়াও এলইডি হেডলাইট, টেল লাইট এবং ডিআরএল যুক্ত রয়েছে এতে। উপরন্তু সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে ব্লুটুটের মাধ্যমে ফোন যুক্ত করাও সম্ভব।

Honda Activa H-Smart vs Hero Xoom: ইঞ্জিন, হার্ডওয়্যার

হিরোর স্কুটারে ১১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন বর্তমান। যা ৭,২৫০ আরপিএম গতিতে ৮ বিএইচপি শক্তি এবং ৫,৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। সাসপেনশনের জন্য সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার যুক্ত রয়েছে। এই একই ধরনের সাসপেনশন সেটআপ Maestro এবং Pleasure মডেল দুটির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তবে হিরো জুম মডেলটিতে এই সাসপেনশন বিশেষভাবে টিউন করা হয়েছে।

অন্যদিকে Honda Activa H-Smart তে প্রাণ ভোমরা হিসেবে উপস্থিত রয়েছে ১১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৭.৭ বিএইচপি এবং ৮.৯ এনএম। এই স্কুটারটিতে ডিস্ক ব্রেক উপলব্ধ না হলেও কম্বি ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।