16000 টাকারও কমে সদ্য লঞ্চ হওয়া Hero Xpulse 200T 4V বাড়ি নিয়ে আসুন

গত সপ্তাহেই ভারতের টু-হুইলার বাজারে লঞ্চ হয়েছে Hero Xpulse 200T 4V। এই মোটরসাইকেলটির দাম ১,২৫,৭২৬ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। চারটি ভাল্ভ যুক্ত নতুন ইঞ্জিন…

গত সপ্তাহেই ভারতের টু-হুইলার বাজারে লঞ্চ হয়েছে Hero Xpulse 200T 4V। এই মোটরসাইকেলটির দাম ১,২৫,৭২৬ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। চারটি ভাল্ভ যুক্ত নতুন ইঞ্জিন যুক্ত হয়েছে বাইকটিতে। যা Xpulse 200 4V অ্যাডভেঞ্চার ট্যুরারেও বর্তমান। এটি থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ১৯.১ পিএস শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩ এনএম টর্ক উৎপন্ন হয়।

হিরো এক্সপাল্স ২০০টি ৪ভি তিনটি কালার অপশনে কেনা যায় – ফাঙ্ক লাইম ইয়েলো, স্পোর্টস রেড এবং মেট শিল্ড গোল্ড। এই মডেল তিনটির দাম ১.৩৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকটি আনুমানিক অন-রোড প্রাইস ১.৫৭ লক্ষ টাকা। এখন বিষয় হচ্ছে মধ্যবিত্ত প্রধান ভারতে বেশিরভাগ মানুষ মাসিক কিস্তিতে বাইক কেনার বিকল্প হিসেবে বেছে নেন। আপনিও যদি ইএমআই এর মাধ্যমে Xpulse 200T 4V কেনার কথা ভেবে থাকেন, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।

বর্তমানে এক্সপাল্স ২০০টি ৪ভি কেবল একটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। যার অন-রোড প্রাইস ১.৫৭ লক্ষ টাকা। এখন বিষয় হচ্ছে বাইক লোনে কেনার সুদের হার একেকটি ব্যাঙ্কে একেক রকম। এখানে সুদের হার ১০% এবং লোন পরিশোধের সময়কাল ৩ বছর ধরে আলোচনা করা হল।

প্রসঙ্গত, Hero Xpulse 200T 4V ইএমআই বিকল্পে কিনতে হলে ক্রেতারা লোন পরিশোধের সময়সীমা নিজের ইচ্ছে মতো বেছে নিতে পারবেন। বাইকটি বাড়ি আনতে ১৫,৫৩৫ টাকা ডাউনপেমেন্ট করলে প্রতি মাসে ৫,১০৯ টাকার কিস্তি গুণতে হবে। অর্থাৎ তিন বছরে পরিশোধের জন্য প্রায় ১.৯৯ লক্ষ টাকা দিতে হবে।