Hero Xtreme 200 4V: Apache ও Pulsar সিরিজকে এক্সট্রিম টক্কর দিতে খুব শীঘ্রই নতুন বাইক লঞ্চ করবে হিরো

গত বছর BS6 নির্গমন বিধি চালু হওয়ার পর অনেকেই হয়ত Hero-র Xtreme 200R বাইকটিকে ভুলে গিয়েছেন। কারণ, সংস্থাটি Xtreme 200R-এর BS6 সংস্করণ বাজারে আনতে আগ্রহ দেখায়নি। বদলে হিরো এখন বাইকটির ফুল-ফেয়ার্ড ভার্সন Xtreme 200S বিক্রি করে। তবে এবার নেকেড রোডস্টার অবতারে Xtreme 200 লাইনআপের ফোর-ভালভ ভ্যারিয়েন্ট, Hero Xtreme 200 4V ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে দেখা যাবে।

বাইকওয়ালে সূত্রে খবর, Hero Xtreme 200 4V-এর প্রোডাকশন স্পেকস মডেলটি ভারতে লঞ্চ হওয়ার আগে ডিলারদের একটি সভায় প্রদর্শিত হয়েছে। তার একটি ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিতে বাইকটিকে গ্রে/ব্লু কালার কম্পিনেশনে দেখা গিয়েছে। Hero Xtreme 200 4V-এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। যদিও মোটরসাইকেলটির ফোর-ভালভ ভ্যারিয়েন্ট তার পুরনো টু-ভালভ সংস্করণের চেয়ে বেশি পাওয়ার দেবে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে Hero-র একমাত্র ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক Xtreme 200S-এ ১৯৯.৬ সিসি-র অয়েল-কুল্ড ইঞ্জিন দেওয়া, যা ৮,৫০০ আরপিএম গতিতে ১৭.৮৩ বিএইচপি ও ৬,৫০০ আরপিএম গতিতে ১৬.৪৫ এনএম টর্ক উৎপাদন করে। Hero Xtreme 200 4V-এর ক্ষেত্রে ফোর-ভালভ সেটআপের ইঞ্জিনের আউটপুট বেড়ে সর্বোচ্চ পাওয়ার ২০-২১ বিএইচপিতে পৌঁছে যেতে পারে।

ইঞ্জিন আপডেট করার পাশাপাশি ছবি দেখে এটুকু স্পষ্ট যে, Xtreme 200 4V-এর স্টাইলেও পরিবর্তন আনা হয়েছে। Xtreme 160-এর স্পোর্টি ডিজাইন বাইক পর্যালোচক ও ব্যবহারকারী উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। সে কথা মাথায় রেখেই Xtreme 160-এর স্টাইলিং থেকে অনুপ্রেরণা নিয়ে Xtreme 200 4V-কে সাজিয়ে তোলা হয়েছে। মর্ডান ডিজাইনের হেডলাইট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং বড় সিট রয়েছে নতুন Hero Xtreme 200 4V-তে।

ফিচারের কথা বললে, হিরো এক্সট্রিম ২০০ ৪ভি একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ফুল-এলইডি লাইটিং সেটআপের সাথে আসবে। কনসোলটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপলব্ধ নেই। কিন্তু এটি ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া নতুন হিরো এক্সট্রিম ২০০ ৪ভি-এর কনসোল টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেমের সাথে আসবে বলে ধরে নেওয়া যায়।

সামনে পুজোর মরসুম, আর হিরো যে কোনও চমক রাখবে না, তা কখনই হতে পারে না। এই সময়ে বিক্রিবাটা বাড়িয়ে যতটা সম্ভব ফায়দা তোলার লক্ষ্যে আর কয়েকদিনের মধ্যে এক্সট্রিম ২০০ ৪ভি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, হিরো এক্সট্রিম ২০০আর-এর পুরনো বিএস-৪ সংস্করণের দাম ছিল ৯৩,৪০০ টাকা। সে ক্ষেত্রে আপডেটেড মডেলটির দাম ১.১৫ লাখ টাকার মধ্যে রাখা হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

7 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

7 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

9 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

9 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

11 hours ago