Hifiman Edition XS প্রিমিয়াম রেঞ্জে ভারতে লঞ্চ হল, পাবেন দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি

আজ, ১৮ জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করল Hifiman-র নতুন হেডফোন, Hifiman Edition XS। ওপেন ব্যাক প্ল্যানার হেডফোনটি ২০১৫ সালে লঞ্চ হওয়ার Efition X এর আপগ্রেডেড ভার্সন। প্রিমিয়াম রেঞ্জের এই হেডফোনে রয়েছে উন্নততর সাউন্ড কোয়ালিটি অফার করার ক্ষমতা। আল্ট্রা ওয়াইড সাউন্ডস্টেজ টেকনোলজির সহ এসেছে। চলুন Hifiman Edition XS হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Hifiman Edition XS হেডফোনের দাম ও লভ্যতা

ভারতে হিফিম্যান এডিসন এক্সএস হেডফোনটির দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। প্রিমিয়াম রেঞ্জের এই হেডফোন সংস্থার রিটেল স্টোর, Headphonezone এবং TheAudioStore ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাবে।

Hifiman Edition XS হেডফোনের স্পেসিফিকেশন

হিফিম্যান এডিসন এক্সএস হেডফোনটি ন্যাচারাল সাউন্ডস্টেজের সাথে এসেছে, যা উন্নততর সাউন্ড কোয়ালিটি অফার করতে সক্ষম। এক কোথায় বলতে গেলে, হেডফোনটি ব্যবহারকারীকে কনসার্ট হলের মনোরম অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দেবে। এখানে বলে রাখি, পূর্বসূরীর মতই নিউট্রাল আল্ট্রা ওয়াইড সাউন্ডস্টেজ টেকনোলজি উপস্থিত নয়া এই হেডফোনে। তবে এতে উন্নততর প্রযুক্তির স্কিলস ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। যা একটি অনন্য আকৃতিবিশিষ্ট এবং যার মধ্যে দিয়ে কোনো রকম বাধা ছাড়াই শব্দতরঙ্গ অতিক্রম করতে পারবে। ফলে বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়িয়ে সহজেই পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছতার সাথে হেয়ারিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন ব্যবহারকারী।

এছাড়া Hifiman Edition XS হেডফোনটিতে ব্যবহৃত হয়েছে হিফিম্যান নিও সুপারন্যানো ডায়াফ্রাম, যা আগের ডিজাইনের থেকে ৭৫ শতাংশ পাতলা, ফলে হেডফোনটি ফুল রেঞ্জ এবং ন্যাচারাল সাউন্ড উৎপন্ন করার ক্ষমতা বিশিষ্ট।

এবার আসা যাক এর ডিজাইন প্রসঙ্গে। এটি উন্নততর এরগনমিক ডিজাইনের সাথে এসেছে এবং এর ডিজাইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল হেডফোনটির ব্যাকসাইট ওপেন। এতে রয়েছে হালকা ওজনের একটি হেডব্যান্ড। স্বাচ্ছন্দের জন্য এর হেডব্যান্ডে দেওয়া হয়েছে হাইগ্রেড মেমোরি। তদুপরি, এর কেবল সকেট অন্যান্য অডিও ডিভাইসের সাথে সাদৃশ্যপূর্ণ। যদিও এর কেবল পরিবর্তনশীল।

পরিশেষে বলি, Hifiman Edition XS হেডফোনটির ফ্রিকুয়েন্সি রেসপন্স রেঞ্জ ৮ হার্টজ থেকে ৫০ কিলোহার্টজ এবং এর ওজন ৪০৫ গ্রাম।