Hisense Infinity H60 5G লঞ্চ হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, পাবেন ডাইমেনসিটি ৮০০ প্রসেসর

চীনা সংস্থা হাইসেনস লঞ্চ করল Hisense Infinity H60 5G স্মার্টফোন। এই ডিভাইসটি কার্ভড ডিসপ্লে, ৩ডি (3D) লেদার ব্যাক, MediaTek Dimensity 800 প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। আবার ব্যবহারকারীরা এই ফোনে ৩০ ওয়াট কুইক চার্জ ফিচার এবং ফেস আনলকের পাশাপাশি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন। আসুন তাহলে Hisense Infinity H60 5G- এর দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি জেনে নেওয়া যাক।

হাইসেনস ইনফিনিটি এইচ৬০ ৫জি-এর স্পেসিফিকেশন (Hisense Infinity H60 5G Specifications)

হাইসেনস ইনফিনিটি এইচ৬০ ৫জি স্মার্টফোনে ১০০ শতাংশ পি৩ ডাব্লিউসিজি (P3 WCG) সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস ৫- এর সুরক্ষা সহ ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) কার্ভড ডিসপ্লে আছে। ফোনের সামনে ডুয়েল ক্যামেরা ইউনিটের জন্য ডিসপ্লের ওপরের বাম কোণে একটি পিল-আকৃতির কাটআউট দেখা যাবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ প্রসেসর সহ এসেছে এবং এতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Hisense Infinity H60 5G ফোনে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই মধ্যে উপস্থিত রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ৫ মেগাপিক্সেলের ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার। এই ডিভাইসে টাইম এক্সপোজার এবং লো লাইট অবস্থায় ভাল-আলোকিত ছবিগুলিতে ক্লিক করার জন্য ওভার এক্সপোজার সাপ্রেশনের মত ক্যামেরা ফিচারগুলিও পাওয়া যাবে। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Hisense Infinity H60 5G স্মার্টফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে। নিরাপত্তার জন্য এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারও রয়েছে। তবে Hisense Infinity H60 5G স্মার্টফোনের বিস্তারিত স্পেসিফিকেশনের তালিকাটি এখনও প্রকাশ করেনি Hisense। এছাড়া চীনা সংস্থাটি এই ফোনের দাম এবং উপলব্ধতা সম্পর্কেও কোনও তথ্য এখনও সামনে আসেনি।