Honda: অক্টোবর মাসে ৪ লক্ষের বেশি বাইক ও স্কুটার বিক্রি করে রেকর্ড হোন্ডা’র

গেল মাসে অর্থাৎ অক্টোবরে প্রচুর সংখ্যক নিজেদের টু-হুইলার বিক্রির কথা সর্বসমক্ষে আনলো অটোমোবাইল সংস্থা হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Honda Motorcycle and Scooter India Pvt Ltd)। মোট ৪,৩২,২০৭ টি টু-হুইলার বিক্রি করেছে সংস্থাটি, যার মধ্যে ৩,৯৪,৬২৩ টি দেশীয় বাজারে এবং ৩৭,৫৮৪ টি বিদেশের বাজারে।

গেল বছরের তুলনায় এ বছরের অক্টোবরে বিদেশের বাজারে ১৫% বেশি বাইক ও স্কুটার রপ্তানি করেছে হোন্ডা। গেল বছর অক্টোবরে রপ্তানির সংখ্যাটি ছিল ৩২,৭২১। মাসিক বিক্রির বিষয়ে সংস্থার ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) ইয়াদবিন্দর সিং গুলেরিয়া (Yadvinder Singh Guleria) জানিয়েছেন, “দীর্ঘ প্রতীক্ষিত উৎসবের এই দিনগুলিতে অধিক সংখ্যক গ্রাহক হোন্ডা কে বেছে নিয়েছে। ধনতেরাস (Dhanteras) এবং দিওয়ালি (Diwali)-তে সংস্থার বিক্রি আরো বাড়বে বলেই আশা করা হচ্ছে।”

উল্লেখ্য, গত অক্টোবরের গোড়ার দিকে ভারতে বাজারে নিজেদের ব্যাটারি শেয়ারিং সার্ভিস আনতে চলেছে বলে ঘোষণা করেছিল হোন্ডা (Honda)। যার আওতায় নবীকরণযোগ্য শক্তির সম্প্রসারণ ও পাশাপাশি সিএনজির উপর নির্ভরতা কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংস্থাটি আগামী বছরের প্রথমার্ধের মধ্যে দেশের বৈদ্যুতিক তিন চাকার গাড়িগুলির জন্য ব্যাটারি শেয়ারিং সার্ভিস পরিষেবা চালু করবে। এই সার্ভিস সেন্টারগুলিতে হোন্ডা মোবাইল পাওয়ার প্যাক ই (MPP e) নামক ব্যাটারি ব্যবহার করা হবে যা অতি সহজেই বহন ও বদল করা যাবে।

পাশাপাশি সংস্থাটি জানিয়েছে গেল অক্টোবরে তাঁরা ৫ কোটির কিউমুলেটিভ ডোমেস্টিক সেলের মাইলফলক ছুঁয়েছে, যা গত ২০০১-এর পর ভারতে এই প্রথম। সম্প্রতি টিভিএস এর পর এদেশে নিজেদের ব্যবসা উল্লেখযোগ্য হারে বাড়াতে সক্ষম হয়েছে হোন্ডা।