Honda Activa 125 Premium খুব সুন্দর ডুয়েল টোন রঙে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন

Honda Activa স্কুটার ১৯৯৯ সালে ভারতে যাত্রা শুরু করেছিল। সেই থেকে এখনো পর্যন্ত ফ্যামিলি স্কুটার হিসেবে এর জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। কলেজ পড়ুয়া থেকে অফিস যাত্রী, পুরুষ-মহিলা নির্বিশেষে সকলের কাছেই এটি একটি আদর্শ টু-হুইলার। এত বছর ধরে Honda Activa-র বিভিন্ন নতুন আপডেটেড ভার্সন নিয়ে এসেছে সংস্থাটি। বর্তমানে দেশীয় বাজারে ১১০ সিসি ও ১২৫ সিসির বিকল্পে উপলব্ধ স্কুটারটি। আর আজ নতুন রঙে সাজিয়ে Activa 125 Premium Edition দেশে লঞ্চ করল Honda। আসুন এই প্রিমিয়াম এডিশনের স্কুটারটির মেকানিক্যাল স্পেসিফিকেশন, ফিচার ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Honda Activa 125 Premium Edition: ফিচার

হোন্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশনের স্কুটারটি দু’টি রঙয়ের বিকল্পে বেছে নেওয়া যাবে – ম্যাট ম্যাগনিফিকেন্ট কপার মেটালিক/ পার্ল অ্যামেজিং হোয়াইট এবং ম্যাপ আর্ল সিলভার মেটালিক/ ম্যাপ স্টিল ব্ল্যাক মেটালিক।

নতুনত্ব বলতে এতে দেওয়া হয়েছে ব্ল্যাক টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ব্ল্যাকড ইঞ্জিন, বডি কালার গ্র্যাব রেল এবং আকর্ষণীয় গ্রাফিক্স।

Honda Activa 125 Premium India Price

পাশাপাশি স্কুটারটিতে আছে একটি এলইডি হেডল্যাম্প, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ৩-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, ১২-ইঞ্চি ফ্রন্ট হুইল এবং ১০-ইঞ্চি রিয়ার রিম, ১৯০ এমএম ফ্রন্ট ডিস্ক ও ১৩০ এমএম রিয়ার ড্রাম ব্রেক। এছাড়াও ৫.৩ লিটার ফুয়েল ট্যাংক সহ স্কুটারটির ওজন (কার্ব) ১০৯ কেজি।

Honda Activa 125 Premium Edition: ইঞ্জিন

হোন্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশনে দেওয়া হয়েছে ১২৪ সিসি ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার-কুল্ড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮.২ বিএইচপি শক্তি এবং ১০.৩ এনএম টর্ক পাওয়া যাবে।

Honda Activa 125 Premium Edition: দাম

ভারতের বাজারে Honda Activa 125 Premium Edition এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টটির দাম ৭৮,৭২৫ টাকা ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টটির মূল্য ৮২,২৮০ টাকা (এক্স-শোরুম, দিল্লি) রাখা হয়েছে৷