Oppo Reno সিরিজের দুটি ফোনে এল নয়া ColorOS 13 আপডেট, কীভাবে চেক করবেন

Oppo তাদের স্মার্টফোনগুলিতে দ্রুত গতিতে ColorOS 13 আপডেট পৌঁছে দিচ্ছে। সংস্থাটি ইতিমধ্যেই বেশিরভাগ ফ্ল্যাগশিপ ও মিড রেঞ্জ ফোনের জন্য নয়া আপডেট রোল আউট করেছে। এখন বাজেট রেঞ্জের Oppo ফোনেও এই আপডেট আসতে শুরু করেছে। তবে এতদিন বেশিরভাগ ফোনে বিটা আপডেট এসেছিল। এখন Oppo Reno 5 Pro+ ও Reno 6 Pro+ ফোনে Android 13 ভিত্তিক ColorOS 13 এর স্টেবল আপডেট এল।

Oppo জানিয়েছে যে, আপাতত চীনের ব্যবহারকারীরা এই আপডেট পেতে শুরু করেছে। এই দুটি ফোনের বিশেষ সংস্করণ অর্থাৎ Oppo Reno 5 Pro+ Artist Limited Edition 5G ও Oppo Reno 6 Pro+ 5G Detective Conan Limited Edition এর জন্যেও নয়া আপডেট রোল আউট করা হয়েছে।

আপাতত ব্যাচ ধরে এই আপডেট আসছে। তাই সমস্ত ফোন একসঙ্গে আপডেট পাবে না। আশা করা যায় ভারত সহ অন্যান্য অঞ্চলের ইউজাররাও শীঘ্রই নয়া আপডেট পাবে। ফোনে আপডেট এসেছে কিনা চেক করার জন্য Settings > About This Device > Update অপশনে যেতে হবে।

উল্লেখ্য, Oppo কিছুদিন আগেই ডিসেম্বর মাসের ColorOS 13 আপডেট শিডিউল শেয়ার করেছিল। যার ভিত্তিতে বলা যায়, ব্র্যান্ডটি আরও কিছু ডিভাইসে স্টেবল আপডেট রোল আউট করবে। এরমধ্যে রয়েছে Oppo Pad, Reno 5 সিরিজ ও আরও ১০টি ফোন।