Honda-র ADV 150 স্কুটারের স্পেশাল এডিশন মডেল লঞ্চ হল, বিশ্বজুড়ে পাওয়া যাবে মাত্র ১ হাজার ইউনিট

ভারতে উপলব্ধ Honda (হন্ডা)-র স্কুটারগুলিতে ততটা অ্যাগ্রেসিভ লুকস না থাকলে গ্লোবাল মার্কেটে বিক্রিত সংস্থাটির বেশ কিছু স্কুটারের ডিজাইন অত্যন্ত নজরকাড়া। Honda-র হোম মার্কেট অর্থাৎ জাপানে…

ভারতে উপলব্ধ Honda (হন্ডা)-র স্কুটারগুলিতে ততটা অ্যাগ্রেসিভ লুকস না থাকলে গ্লোবাল মার্কেটে বিক্রিত সংস্থাটির বেশ কিছু স্কুটারের ডিজাইন অত্যন্ত নজরকাড়া। Honda-র হোম মার্কেট অর্থাৎ জাপানে উপলব্ধ ADV 150 এমনই এক স্পোর্টি ডিজাইনের স্কুটার। ADV 150-এর স্পেশাল এডিশন মডেল Honda এবার লঞ্চ করল।

নামের সাথে সুবিচার করে Honda ADV 150 Special Edition স্কুটারের মাত্র ১,০০০ ইউনিট বাজারে ছাড়া হবে। রস হোয়াইট বলে এক ইউনিক কালার স্কিমে স্পেশাল এডিশন স্কুটারটি এসেছে। এবং এটাই লিমিটেড এডিশন মডেলের প্রধান বিশেষত্ব।

রস হোয়াইট পেইন্ট স্কিমে Honda ADV 150 Special Edition-এর সামনে এবং সাইড প্যানেলে স্পোর্টি গ্রে গ্রাফিক্স এবং পিছনের দিকে ব্ল্যাক কালার ব্যবহার হয়েছে। এছাড়া স্কুটারের বাকি অংশ ব্ল্যাকড আউট৷ আবার আকর্ষণ বাড়াতে “150” ব্যাজিংটি রেড কালারে পেইন্ট করা হয়েছে।

এই বিষয়গুলি বাদ দিলে Honda ADV 150 Special Edition এবং রেগুলার মডেলের মধ্যে কোনও পার্থক্য নেই। Honda ADV 150 স্কুটারে শক্তি যোগানোর জন্য রয়েছে ১৪৯ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৮,৫০০ আরপিএমে ১৪.৪ বিএইচপি পাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ১৩.৮ এনএম টর্ক উৎপন্ন করে।

Honda ADV 150 খুব চিত্তকর্ষক একটি স্কুটার এবং ভারতেও লঞ্চ হতে দেখার জন্য আমরা আগ্রহী। সুদূর ভবিষ্যতে সেরকম সম্ভাবনা থাকলেও এখন অবশ্য সেই সাধ মিটবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন