কয়েক হাজার নয়, Honda-এর এই মোটরসাইকেলের দাম ভারতে লক্ষাধিক টাকা কমল

২০২১-এর মার্চে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Honda CB500X। এটি আবার এদেশে হন্ডার প্রথম মিড-ডিসপ্লেসমেন্ট অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল। লঞ্চের সময় এর দাম রাখা হয়েছিল ৬.৮৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এবার Honda CB500X-এর দাম ১.০৮ লক্ষ কমানোর কথা ঘোষণা করল হন্ডা। ফলে বর্তমানে Honda CB500X-এর নতুন দাম হয়েছে ৫.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

উল্লেখ্য, যন্ত্রাংশ আমদানি করে সেগুলি দেশে জুড়ে হন্ডা সিবি৫০০এক্স (Honda CB500X) বিক্রি করা হয়। আবার সম্প্রতি আন্তর্জাতিক বাজারে Honda CB500X-এর আপডেটেড মডেল লঞ্চ হয়েছে। নতুন ভার্সনে আপডেটগুলির মধ্যে রয়েছে আপসাইড-ডাউন ফর্ক, আগের চেয়ে হালকা চাকা (সামনে) এবং সুইংআর্ম এবং একটি নতুন কালার। পুরনো মডেলটিতে ছিল ৩১০ মিমি সিঙ্গেল ডিস্ক থাকলেও নয়া মডেলের দু’দিকে ২৯৬ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। তা ছাড়া স্কিডিং এড়ানোর জন্য রয়েছে চ্যানেল এবিএস।

২০২১ ভার্সনের মতো ২০২২ হন্ডা সিবি৫০০এক্স ৪৭১ সিসি প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিনে দৌড়বে, এর থেকে ৮,৬০০ আরপিএম গতিতে ৪৬.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক পাওয়া যায়। সঙ্গে একটি ৬-গতির গিয়ার বক্স দেওয়া হয়েছে।

অন্যদিকে, Honda CB500X এর ২০২২ ভার্সনটিতে একটি নতুন রঙের বিকল্প যোগ হয়েছে, যা হল, পার্ল অর্গানিক গ্রীন উইথ ব্ল্যাক। তবে আগের মডেলের রঙের বিকল্পগুলিও রয়েছে। Honda CB500X-এর নতুন অবতারটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে বলেই খবর। এ দেশে Kawasaki Versys 650 ADV-র সাথে ট্যুরিং বাইকটির জোরদার টক্কর চলবে।