Honda H’ness CB350 আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে, কী বিশেষত্ব থাকবে জেনে নিন

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া বাইক উইক ২০২১। আর সেখানেই হোন্ডা লঞ্চ করবে Honda CB350 নিও রেট্রো বাইকের স্পেশ্যাল মডেল, যার নাম রাখা হয়েছে CB350 Anniversary Edition। মোটরসাইকেলটির নতুন ভার্সনের বিশেষত্ব কী হবে, সে সব এখনই বলতে নারাজ হোন্ডা। যদিও আশা করা যায় যে রেট্রো থিমের সাথে মিল রেখে নতুন কালার বা গ্রাফিক্সে সাজিয়ে তোলা হতে পারে CB350 Anniversary Edition।

Honda CB350 Anniversary Edition-এর কেবল বহিরঙ্গে আপডেট চোখে পড়বে। মেকানিক্যাল স্পেফিফিকেশন বা অন্যান্য ফিচারগুলি থাকবে আগের মতোনই। Honda CB350 এর প্রসঙ্গে আসলে, এতে ৩৪৮.৩৬ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে, যা ৫,৫০০ আরপিএম এ ২০.৮ বিএইচপি শক্তি এবং ৩,০০০ আরপিএম এ ৩০ এনএম টর্ক জেনারেট করতে পারে। বাইকে ফাইভ স্পিড গিয়ারবক্স-সহ অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে।

এছাড়া Honda CB350-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ভয়েস কন্ট্রোল সিস্টেম, এলইডি উইঙ্কার সহ এলইডি হেডল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি-সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), টর্ক কন্ট্রোল সিস্টেম, প্রভৃতি।

উল্লেখ্য, Honda CB350-এর চেয়ে তার Anniversary Edition এর দাম কিছুটা বেশি রাখা হবে৷ বর্তমানে এর বেস মডেলের দাম ১.৯৪ লক্ষ টাকা।