Honda বিদেশের দুই জনপ্রিয় স্কুটার ভারতে আনতে চলেছে, কেমন ফিচার থাকবে

টু-হুইলার কোম্পানিগুলির মধ্যে জাপানি ব্র্যান্ড হোন্ডা (Honda) ভারতকে যে বেশ গুরুত্বের চোখে দেখছে তার নিদর্শন আরও একবার সর্বসমক্ষে এল। একসাথে দু’দুটি স্কুটার লঞ্চের পরিকল্পনা রয়েছে…

টু-হুইলার কোম্পানিগুলির মধ্যে জাপানি ব্র্যান্ড হোন্ডা (Honda) ভারতকে যে বেশ গুরুত্বের চোখে দেখছে তার নিদর্শন আরও একবার সর্বসমক্ষে এল। একসাথে দু’দুটি স্কুটার লঞ্চের পরিকল্পনা রয়েছে তাদের। যার প্রস্তুতি পর্বের ইতিমধ্যেই সূচনা হয়ে গিয়েছে। এদেশে একসাথে একজোড়া স্কুটারের ডিজাইনের জন্য পেটেন্ট দায়ের করল হোন্ডা। যাদের নাম যথাক্রমে Winner X এবং NS125LA। উল্লেখ্য, এই দুটি মডেলই বিদেশের বাজারে বিক্রি করে হোন্ডা।

Honda Winner X

Winner X হল একটি স্পোর্টি স্কুটার। যাতে রয়েছে ১৫০ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ১৫.৬ এইচপি শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। পাওয়ারট্রেনের সাথে সংযুক্ত একটি চেইনড্রাইভ সিস্টেম এবং ৬-স্পিড গিয়ারবক্স। ২০২২-এর মডেলে কিলেস অপারেশন, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্টেশন, একটি ইউএসবি চার্জিং পোর্ট এবং অল এলইডি লাইটিং বর্তমান।

Honda NS125LA

হোন্ডার আসন্ন দ্বিতীয় স্কুটারটি হল NS125LA। এটি একটি ১২৫ সিসি ইঞ্জিনের ফ্যামিলি স্কুটার। ভারতের বাজারে জন্য যা একটি বাস্তবিক মডেল। সার্বিক ডিজাইনের দিক থেকে এতে সাবেকিয়ানার ছোঁয়া স্পষ্ট। এতে রয়েছে একটি ফাংশনাল ফ্ল্যাট ফ্লোরবোর্ড। এর ১২৪.৯ সিসি ইঞ্জিনটি থেকে ৮.৯৭ এইচপি শক্তি এবং ৯.৮৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে উৎপাদিত শক্তি বেশি হলেও অ্যাক্টিবার চাইতে টর্ক সামান্য কম। এর ফিচারের তালিকায় এবিএস-এর দেখা মিলতে পারে।

ভারতে লঞ্চের পরিকল্পনা

এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হল হোন্ডার পেটেন্ট দায়ের। যা থেকে বলা যায়, সংস্থাটি তাদের নিজস্ব মডেলগুলি যাতে কপি না হয়, তার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এদিকে NS125LA চীনের বাজারে বিক্রি করা হয়। এর মানে স্কুটারটির ইঞ্জিন ইউরো-৫ অথবা বিএস৬ নির্গমন বিধি পালন করে না। তাই সমস্ত বিধি মেনে নতুন ইঞ্জিনের সঙ্গে স্কুটার দুটি ভারতে পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।