Honda Flex Fuel Bike: ভারতে ফ্লেক্স-ফুয়েল বাইক লঞ্চ করবে হোন্ডা, ছুটবে জৈব জ্বালানিতে, কমবে তেল খরচ

বিকল্প জ্বালানির উপর ধীরে ধীরে জোর দিচ্ছে ভারত সরকার। লক্ষ্য, পেট্রল-ডিজেলের আমদানি খরচ কমিয়ে রাজকোষ শক্ত করার পাশাপাশি পরিবেশকে সুস্থ ও সতেজ করে তোলা। ফলে হালে সিএনজি এবং হাইড্রোজেন গ্যাসকে পরিবহণ জ্বালানি হিসাবে জনপ্রিয় করার রাস্তা খুঁজছে কেন্দ্র। আবার গাড়ি প্রস্তুতকারীদের কাছে বার্তা গিয়েছে পেট্রলের মতো প্রথাগত জ্বালানির পাশাপাশি জৈব জ্বালানিতে (ইথানল/মিথানল) চলতে সক্ষম এমন ফ্লেক্স-ফুয়েল (Flex-Fuel) ইঞ্জিন বানানোর। আজ, ভারতের অন্যতম বৃহত্তম দু’চাকা গাড়ি প্রস্তুতকারী হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) সেই ডাকে সাড়া দিয়ে জানিয়েছে, তারা শীঘ্রই পেট্রল এবং ইথানলের সংমিশ্রণে চলতে পারে এমন কমিউটার বাইক ভারতে লঞ্চ করতে চলেছে।

ইতিমধ্যেই একের বেশি জ্বালানিতে দৌড়তে সক্ষম এমন ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল ব্রাজিলে বিক্রি করে হোন্ডা। কারণ ব্রাজিলের ৫০ শতাংশের বেশি গাড়ি ফ্লেক্স ফুয়েলে চলে। এই দেশগুলিতে ব্যবহারকারীরা গাড়িতে ১০০ শতাংশ পেট্রল বা ১০০ শতাংশ বায়ো-ইথানল ভরার অনুপাতি পান। তবে বর্তমানে ভারতে পেট্রলে ৮.৫ শতাংশ ইথানল মেশানো যায়। চলতি বছর অবশ্য সেটা ১০ শতাংশ করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের।

শুধু একটা নয়, হোন্ডা ভারতে একাধিক ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। অনুমান, সংস্থার Shine, SP 125-এর মতো জনপ্রিয় কমিউটার বাইকগুলির নতুন ভার্সন ওই নতুন ধরনের ইঞ্জিন সহযোগে বাজারে ছাড়তে পারে হোন্ডা। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি তারা।

প্রসঙ্গত, টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র পর হোন্ডা দেশের দ্বিতীয় সংস্থা হবে, যারা ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন পরিচালিত মোটরসাইকেল লঞ্চ করার পথে হাঁটছে। টিভিএস ২০১৯-এর জুলাইয়ে The Apache RTR 200 Fi E100 রূপে ভারতের প্রথম ১০০ শতাংশ ইথানল পরিচালিত মোটরবাইক লঞ্চ করেছিল।

তবে বিশ্বে প্রথম ফ্লেক্স-ফুয়েল পরিচালিত লঞ্চ করার কৃতিত্ব হোন্ডার। ২০০৯ সালে তারা ব্রাজিলে প্রথম এই ধরনের দু’চাকা গাড়ি লঞ্চ করেছিল। যার নামকরণ হয়েছিল Honda CG150 Titan Max। এতে এমন ইঞ্জিন দেওয়া হয়েছিল যা ইথানল বা পেট্রল, অথবা দু’ধরনের জ্বালানির সংমিশ্রণে চলে।

প্রসঙ্গত, ইথানলে চাল, ভুট্টা, এবং আখের রস থেকে তৈরি হয়৷ আর এই ধরনের জৈব জ্বালানি ব্যবহার বাড়ালে দেশের উদ্বৃত্ত খাদ্যশষ্যকে কাজে লাগানো যাবে। পেট্রলের তুলনায় ইথানল কম বায়ুদূষণ সৃষ্টি করে। ফলে পরিবেশের পক্ষেও ভাল। আবার জৈব জ্বালানিতে গাড়ি চালাতে পারলে সুরাহা হবে গাড়ি মালিকদের। কারণ, ইথানলের দাম পেট্রলের চেয়ে অনেক সস্তা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago