Honda-কে টক্কর দিতে 300cc-র V-Twin ইঞ্জিনযুক্ত ক্রুজার বাইক লঞ্চ হল, দুর্দান্ত ডিজাইন

চীনা সংস্থা হলেও ক্রুজার বাইক তৈরিতে বেশ নামডাক বেন্ডা মোটরসাইকেল (Benda Motorcycle)-এর। মূলত Honda-র সাথে সংস্থার ক্রুজারের প্রতিযোগিতা চলে। সম্প্রতি বেন্ডা চীনের বাজারে তাদের BD300 ক্রুজার মোটরসাইকেলের নতুন সংস্করণ লঞ্চ করেছে। 2022 Benda BD300-এর প্রতিপক্ষ Honda Rebel 300 ও Honda H’Ness 350। নতুন বাইকটির প্রতিটি আপডেট অবশ্য এক্সটেরিয়র সম্পর্কিত।

2022 Benda BD300-এ নতুন ইন্সট্রুমেন্ট কনসোল যোগ হয়েছে, যা আগের মডেলটির তুলনায় আয়তনে প্রায় ৩৬ শতাংশ বড়। এই ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠবে গিয়ার পজিশন, ঘড়ি, ট্যাকোমিটার, ফুয়েল গজ সহ আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্য। আগের মডেলের মতোই নতুনে এলইডি ইল্যুমিনেশন ফিচার উপস্থিত।

হার্ডওয়ারের প্রসঙ্গে বলতে গেলে 2022 BD300 ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক সহ এসেছে। ব্রেকিং সিস্টেমে উপলব্ধ নতুন ব্রেক প্যাড সহ দু’চাকায় সিঙ্গেল ডিস্ক। ১৬ ইঞ্চি অ্যালয় হুইলে রয়েছে ১৩০/১৫০ (সামনে/পেছনে) টায়ার। চালিকাশক্তি জোগাতে ক্রুজার বাইকটিতে একটি ২৯৮ সিসি লিকুইড কুল্ড V-twin ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে ৩০ বিএইচপি ক্ষমতা এবং ২৫ এনএম টর্ক পাওয়া যাবে।

ইঞ্জিনের সাথে সামঞ্জস্য রেখে  BD300-তে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া হয়েছে। এছাড়াও স্লিপার ক্ল্যাচ এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেমের সুবিধা মিলবে। চীনে এটির দাম রাখা হয়েছে ১৯,৯৮০ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৩২ লক্ষ টাকার সমান। এ দেশে Royal Enfield Meteor 350, Yezdi Cruiser ও Honda H’Ness এর সমকক্ষ। 2022 Benda BD300 ভারতের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম।