পাহাড় থেকে জঙ্গল ছুটবে অনায়াসে, খাটোদের জন্য বিশেষ বাইক লঞ্চ করল Honda

জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা (Honda) এক জোড়া নতুন ডার্ট মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরালো। যাদের নাম – Honda CRF300LS ও XR150L। তবে এই দুটি মডেলই…

জাপানি টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা (Honda) এক জোড়া নতুন ডার্ট মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরালো। যাদের নাম – Honda CRF300LS ও XR150L। তবে এই দুটি মডেলই আমেরিকার বাজারের জন্য উপলব্ধ করা হয়েছে। এই প্রতিবেদনে বাইক দুটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Honda CRF300LS খুঁটিনাটি

এই ডার্ট বাইক দুটি প্রধানত কম উচ্চতার রাইডারদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। আমেরিকার বাজারে বিক্রিত CRF300L মডেলটির মাটি থেকে উচ্চতা অনেকটাই বেশি। তাই সব ধরনের উচ্চতার মানুষের কথা বিবেচনা করে হোন্ডা এবারে CRF300LS আনতে চলেছে। এতে রয়েছে ৪৩ মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার প্রো লিঙ্ক। উচ্চতা কম রাখতে এতে সাসপেনশন ট্রাভেল দুটি কমিয়ে আনা হয়েছে।

সেজন্য রেক অ্যাঙ্গেলেও পরিবর্তন ঘটানো হয়েছে। ফলস্বরূপ গ্রাউন্ড ক্লিয়ারেন্সে প্রভাব পড়েছে। এই সমস্ত কিছু সিটের উচ্চতা নিচু করার জন্যই করতে হয়েছে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে হোন্ডা বাইকটিতে তেমনভাবে কোন পরিবর্তন ঘটায়নি। আগের মতই একটি ২৮৬ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে এটি।

Honda XR150L খুঁটিনাটি

মূলত এশিয়ার বাজারেই XR150L বিক্রি হত। বাইকটি আমেরিকার বাজারেও সমাদৃত হবে বলে ধারণা জাপানি সংস্থাটির। আর তাই সে দেশের বাজারে এর নতুন ভার্সনটি আনা হতে চলেছে। এতে দেওয়া হয়েছে একটি ১৫০ সিসি মোটর। যা থেকে পর্যাপ্ত শক্তি উৎপাদিত হবে। বাইকটির সামনে ১৯ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চি রিম উপস্থিত। আবার ব্রেকিং এর দায়িত্ব সামলাতে সামনে ২৪০ মিমি ডিস্ক এবং পেছনে ১১০ মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চের সম্ভাবনা

ভারতের জন্য হোন্ডার এই বাইক দুটি বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে এদেশে মডেল দুটির লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে। তবে নিজেদের সম্ভার বাড়াতে এদেশেও যে কোন সময় বাইক দুটি নিয়ে হাজির হতে পারে হোন্ডা।