Honor 200 5g series india launch teaser ai features confirmed

Honor 200 সিরিজের টিজার প্রকাশ হল, থাকবে AI ফিচার্স ও 50MP ফ্রন্ট ক্যামেরা

গত মে মাসের চীনের বাজারে সফল লঞ্চের পর, এইচটেক অবশেষে ভারতের বাজারে অনর ২০০ ৫জি সিরিজটির লঞ্চের জন্য টিজার প্রকাশ করা শুরু করেছে৷ সিরিজটির অ্যামাজন মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যা নিশ্চিত করেছে যে আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপটি এদেশে শীঘ্রই উন্মোচিত হবে। ভারতে আসন্ন অনর ২০০ ৫জি সিরিজ থেকে কি কি আশা করা যায়, আসুন জেনে নেওয়া যাক।

অনর ২০০ ৫জি সিরিজ শীঘ্রই আসছে ভারতীয় মার্কেটে

অ্যামাজনের প্ল্যাটফর্মে লাইভ হওয়া মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে আসন্ন অনর ২০০ ৫জি সিরিজের স্মার্টফোনগুলি বেশ কয়েকটি ক্যামেরা কেন্দ্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর ফিচার অফার করবে। এইচটেক নিশ্চিত করেছে যে ডিভাইসটিতে আইকনিক স্টুডিও পোর্ট্রেট মোড ক্যাপচার করতে এআই পোর্ট্রেট মাস্টার থাকবে। আসন্ন অনর ২০০ ৫জি সিরিজে একটি কার্ভড ডিসপ্লে থাকবে, যা আরও ভালো স্বচ্ছতা এবং আরাম প্রদান করবে।

জানিয়ে রাখি, অনর ২০০ ৫জি এবং অনর ২০০ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। অনর ২০০ ৫জি এবং অনর ২০০ প্রো ৫জি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, ডিভাইসগুলিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার সাথে যুক্ত৷ ২ডি ফেস আনলক সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। অনর ২০০ ৫জি সিরিজে ১০০ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং এবং ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যেহেতু ভারতে অনর ২০০ ৫জি সিরিজের টিজার আসা শুরু হয়েছে, তাই আশা করা যায় যে খুব শীঘ্রই ডিভাইসগুলি লঞ্চ হবে।