Honor 60 অসাধারণ ডিজাইন সহ আগামীকাল লঞ্চ হচ্ছে, তার আগে দেখা গেল Geekbench-এ

Honor তাদের নতুন স্মার্টফোন সিরিজ Honor 60 আগামীকাল (১লা ডিসেম্বর) দেশীয় বাজারে লঞ্চ করতে চলেছে। Honor 50 সিরিজের উত্তরসূরী, Honor 60 সিরিজের অধীনে Honor 60, Honor 60 Pro ও Honor 60 SE- এই তিনটি মডেল বাজারে পা রাখবে। কিছুদিন আগে সংস্থার তরফে আসন্ন সিরিজটি সম্পর্কিত একটি প্রোমোশনাল পোস্টার প্রকাশ করা হয়েছিল। এছাড়া সম্প্রতি বিখ্যাত চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে Honor 60-এর পোস্টারের সঙ্গে একটি প্রোমোশনাল টিজারও প্রকাশ্যে এসেছে। এর থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া গেছে। এখন লঞ্চের ঠিক আগের দিন Honor 60 কে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চ (Geekbench) -এ দেখা গেল। এখান থেকে ফোনটির প্রসেসর, র‍্যাম সহ বিভিন্ন তথ্য জানা গেছে।

Honor 60 কে Geekbench সাইটে খুঁজে পাওয়া গেল

বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চ -এ HONOR TNA-AN00 মডেল নম্বরের একটি ফোন তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি Honor 60 ফোনের বলে দাবি করা হচ্ছে। গিকবেঞ্চ থেকে জানা গেছে, এই ফোনে Qualcomm SM7325 প্রসেসর (মডেল নম্বর) ব্যবহার করা হবে। এটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর হতে পারে। ফলে ফোনটি ২৫,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে।

এদিকে বেঞ্চমার্ক সাইটে অনর ৬০ কে ১২ জিবি র‍্যাম সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। এখানে সিঙ্গেল কোর টেস্টে ৮১৬ পয়েন্ট ও মাল্টি কোর টেস্টে ২৯৭১ পয়েন্ট স্কোর করেছে অনর ৬০।

অনর ৬০ ও অনর ৬০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Honor 60 and Honor 60 Pro Expected Specifications)

বিভিন্ন রিপোর্ট ও 91Mobiles -এর প্রতিবেদন থেকে জানা গেছে, ডুয়েল সিমের অনর ৬০ ফোনে দেখা যেতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ OLED ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলর ঘনত্ব হতে পারে ৩৯৫ পিপিআই। এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ১২ জিবির র‍্যাম ও ২৫৬ জিবির স্টোরেজ সহ আসতে পারে।

ফটোগ্রাফির জন্য Honor 60- এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ক্যামেরাগুলি হল, এফ/১.৯ অ্যাপারচার লেন্স সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.০ অ্যাপারচার লেন্স সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। শোনা যাচ্ছে ফোনটির সামনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সদ্য যে টিজার ভিডিওটি সামনে এসেছে তাতে কোম্পানি নিশ্চিত করেছে যে, ক্যামেরা জেসচার ফিচার সহ আসবে Honor 60। এরফলে ওয়েভিং, হাই-ফাইভিং ইত্যাদি হাতের ভঙ্গির মাধ্যমে ছবি ক্যাপচার করা যাবে।

Honor 60 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ভিত্তিক MagicUI 5.0 কাস্টম স্কিনে রান করবে। পাওয়ায় ব্যাকআপের জন্য এই ফোনে থাকতে পারে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবূ। ব্রাইট ব্ল্যাক, স্টারি স্কাই ব্লু আর জেড গ্রীন- এই তিনটি রঙের বিকল্পে আসতে পারে Honor 60। এই ফোনটির পরিমাপ ১৬১.৪×৭৩.৩×৭.৯৮ মিলিমিটার ও ওজন হবে ১৭৯ গ্রাম।

এদিকে ডুয়েল সিমের Honor 60 Pro ফোনে Honor 60 -এর মতই একইরকম ডিসপ্লে ও ব্যাকপ্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। এর থেকে বেশিকিছু এই ফোনটি সম্পর্কে জানা যায়নি। Honor 60 Pro- এর সকল স্পেসিফিকেশনগুলি জানার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago