বড় ব্যাটারির সাথে আগামী সপ্তাহে আসতে চলেছে Honor 9A

হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার গ্লোবাল মার্কেটে তাদের Honor 9A ফোনের লঞ্চ ডেট সামনে আনলো। এই ফোনটিকে গত মার্চে চীনে লঞ্চ করা হয়েছিল। এরসাথে Honor 9C এবং Honor 9S কেও বাজারে এনেছিল কোম্পানি। তবে লকডাউনের জন্য গ্লোবাল মার্কেটে এই ফোনগুলিকে গ্লোবাল মার্কেটে আনা হয়নি। আজ কোম্পানি জানিয়েছে আগামী ২৩ জুন গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে Honor 9A কে। একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে একে লঞ্চ করা হয়েছে।

Honor 9A দাম :

আগেই বলেছি এই ফোনকে চীনে লঞ্চ করা হয়েছিল। যেখানে অনার ৯এ এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম প্রায় ১১,৩০০ টাকা। ফোনটি কালো, সবুজ ও নীল রঙে আসতে পারে।

Honor 9A স্পেসিফিকেশন :

এই ফোনে ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন এইচডি প্লাস এবং এর স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৪ শতাংশ। এর ডিসপ্লে ডিজাইন হল ওয়াটারড্রপ নচ। ফোনের চারপাশে হালকা বেজেল থাকবে। এছাড়াও এই ফোনে আছে মিডিয়াটেক এমটি ৬৭৬২ আর প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

এই ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে প্রধান ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এছাড়াও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এখানে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য এই ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *