৭ হাজার টাকার রেঞ্জে ৩১ জুলাই ভারতে আসছে Honor 9S, জেনে নিন ফিচার

কিছুদিন আগেই অনার চীনে তিনটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। এই তিনটি ফোন হল Honor 9A, Honor 9C এবং Honor 9S। এই তিনটি ফোনের মধ্যে অনার ৯এস এবার ভারতে আসছে। আগামী ৩১ জুলাই এই ফোনটিকে ভারতে আনা হবে। এই ফোনটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। যদিও এই ফোনের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে কিনা সেব্যাপারে কিছু জানা যায়নি। Honor 9S ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৩,০২০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক এমটি ৬৭৬২ প্রসেসর ও ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে।

Honor 9S সম্ভাব্য দাম :

আগেই বলেছি এই ফোনটিকে কোম্পানি কিছুদিন আগে চীনে লঞ্চ করেছিল। এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ছিল প্রায় ৭,১০০ টাকা। আশা করা যায় এই ফোনটি ৮,০০০ টাকার কমে ভারতে আসবে। এই ফোনটি লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে।

Honor 9S স্পেসিফিকেশন :

অনার ৯এস ফোনটি ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এই ডিসপ্লের রেজুলেশন ৭২০ x ১,৪৪০ পিক্সেল। এই ফোনটির ডিজাইন সেই পুরানো দিনের ফোনের মতোই। উপর ও নিচে বেজেল এক্সপেরিয়েন্স মিলবে। প্রসেসরের কথা বললে এখানে পাবেন মিডিয়াটেক এমটি ৬৭৬২ আর প্রসেসর। আবার স্টোরেজ বিকল্পের কথা বললে এতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

এই ফোনের সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি ৩,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। চার্জিংয়ের জন্য এখানে মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। সিকিউরিটির জন্য এই ফোনে পাবেন ফেস আনলক ফিচার। অনার ৯এস অ্যান্ড্রয়েড ১০ বেসড অপারেটিং সিস্টেমের সাথে আসবে। এই ফোনটি ভারতে রেডমি ৭এ, রিয়েলমি সি ১১ প্রভৃতি ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।