২৪ ঘন্টা হার্ট রেট ট্র্যাকিং সহ লঞ্চ হল Honor Band 6, একবার চার্জে চলবে ১৪ দিন

চাইনিজ কোম্পানি Huawei-এর সাবব্রান্ড Honor আজ তাদের ঘরেলু মার্কেটে Band 6 নামে একটি ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে। বর্তমানে ভারতে বিক্রীত Honor Band 5-এর সাকসেসর বা উত্তরসূরী হিসেবে একে চীনের বাজারে আনা হয়েছে। আয়তকার ডিসপ্লের এই ফিটনেস ব্যান্ডে পাওয়া যাবে অ্যামোলেড স্ক্রিন, দু’সপ্তাহের ব্যাটারি লাইফ, হার্ট রেট ট্র্যাকার, এবং এনএফসি (NFC) টেকনোলজি। আসুন Honor Band 6 ফিটনেস ব্যান্ডের স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Honor Band 6 দাম এবং লভ্যতা

চীনে অনার ব্যান্ড ৬ দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটি স্টান্ডার্ড ও অপরটি NFC টেকনোলজির সাথে। স্টান্ডার্ড মডেলটির দাম রাখা হয়েছে ২৪৯ ইউয়ান (প্রায় ২,৮০০ টাকা) এবং NFC মডেল ২৮৯ ইউয়ানে (প্রায় ৩,৩০০ টাকা) কিনতে পাওয়া যাবে। এই ফিটনেস ব্যান্ড কোরাল পাউডার (Coral Powder), মিটিওরাইট ব্ল্যাক (Meteorite Black), এবং সিগল গ্রে (Seagull Grey) কালারে অপশানে উপলব্ধ হবে। একে অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে তা জানানো হয়নি।

Honor Band 6 স্পেসিফিকেশন ও ফিচার

এই ফিটনেস ব্যান্ডে ১.৪৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং প্রোটেকশানের জন্য এর ওপর 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য এই ব্যান্ডে পাবেন ১৮০ এমএএইচ ব্যাটারি। যা সাধারণ ব্যবহারে ১৪ দিন এবং ভারী ব্যবহারের ক্ষেত্রে ১০ দিন পর্যন্ত স্থায়ী হবে। Honor দাবি করেছে, মাত্র ৫ মিনিটের চার্জিংয়ে এটি ২ দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এই ব্যান্ডে একশোর বেশী ডায়াল ফেস নিবার্চন করা যাবে।

এই ফিটনেস ব্যান্ড জলে ৫০ মিটার পর্যন্ত গভীরতায় ঠিকভাবে কাজ করতে সক্ষম। এর মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা মনিটরিং, ২৪ ঘন্টা হার্ট রেট ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং করা যাবে। এছাড়া মহিলা ব্যবহারকারীরা এই ফিটনেস ব্যান্ডের সাহায্যে তাদের মেনস্ট্রুয়েশন সাইকেলও পর্যবেক্ষণ করতে পারবেন। সাথে রানিং, সাইকেলিং সহ ১০টি স্পোর্টস মোডও উপলব্ধ। Honor Band 6-এর NFC ভ্যারিয়েন্টে ওয়্যারলেস পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। এই ফিটনেস ব্যান্ডের মাধ্যমে ইউজাররা নোটিফিকেশন দেখা ও মিউজিক কন্ট্রোলও করতে পারবেন।