Honor Magic 4, Magic 4 Pro ও Magic 4 Pro+ আসছে 100W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, পেল 3C-এর ছাড়পত্র

আগামী ২৮ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় আয়োজিত Mobile World Congress (MWC)- এর মঞ্চে অনর (Honor) তাদের Magic সিরিজের নতুন ডিভাইসগুলি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আশা করা হচ্ছে, এই ইভেন্টেই আপকামিং Honor Magic 4 স্মার্টফোন লাইনআপের ওপর থেকে পর্দা সরাবে সংস্থা। এই সিরিজের অধীনে Honor Magic 4, Honor Magic 4 Pro এবং Honor Magic 4 Pro+ – এই তিনটি মডেল বাজারে পা রাখবে বলে জানা গেছে। তবে লঞ্চের আগেই এই হ্যান্ডসেটগুলিকে চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক 3C- এর সাইট থেকে এই আসন্ন ফোনগুলি সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে এসেছে।

Honor Magic 4 সিরিজকে দেখতে পাওয়া গেল 3C সার্টিফিকেশন সাইটে

LGE-AN00 মডেল নম্বর সহ নতুন অনর ম্যাজিক ৪, LGE-AN10 মডেল নম্বরের সাথে অনর ম্যাজিক ৪ প্রো এবং LGE-AN20 মডেল নম্বর যুক্ত অনর ম্যাজিক ৪ প্রো প্লাস- এই তিনটি মডেলই চীনের গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইট ৩সি (3C)- তে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে, আসন্ন অনর ম্যাজিক ৪ ফোনগুলি চিত্তাকর্ষক ফাস্ট চার্জিং স্পিড সহ আসবে।

লিস্টিং অনুযায়ী, অনর ম্যাজিক ৪ ফোনে ১১ ভোল্ট (11V) এবং ৬ অ্যাম্পিয়ার (6A)- এর চার্জিং সাপোর্ট অর্থাৎ ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, অনর ম্যাজিক ৪ প্রো- এ ২০ ভোল্ট (20V) এবং ৫ অ্যাম্পিয়ার (5A) চার্জিং স্পিড রয়েছে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিডকে বোঝায়। আর অনর ম্যাজিক ৪ প্রো প্লাস-এও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

প্রসঙ্গত, Honor Magic 4 সিরিজের Pro মডেলগুলিতে চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে পূর্বসূরির থেকে অনেকটাই উন্নতি এনেছে সংস্থা। কেননা Honor Magic 3- এর Pro মডেলে চার্জিং স্পিড ৬৬ ওয়াটেই সীমাবদ্ধ ছিল। Magic 4 সিরিজের তিনটি ডিভাইসেই ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, যা Magic
3-এর ৪,৬০০ এমএএইচ ব্যাটারির আপগ্রেড হিসেবে আসবে।

অনর ম্যাজিক ৪ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Honor Magic 4 Series Expected Specifications)

আসন্ন অনর ম্যাজিক ৪ মডেলে ২,৪০০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আবার অনর ম্যাজিক ৪ প্রো-তে ২,৭৭২ x ১,৩৪৪ পিক্সেল রেজোলিউশন সহ বড় ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লেটিরও রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। আর টপ-এন্ড অনর ম্যাজিক ৪ প্রো প্লাস ৩,২০০x ১,৪৪০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন সহ আসবে। বলা হচ্ছে যে, এই তিনটি ফ্ল্যাগশিপ ফোনেই ধাতব ফ্রেম দেখতে পাওয়া যাবে। এরসাথে প্রো প্লাস মডেলের ব্যাক প্যানেলটি সিরামিক দিয়ে তৈরি করা হবে এবং প্রো এবং বেস মডেলের রিয়ার প্যানেলে লেদার ফিনিশিং থাকবে বলে আশা করা হচ্ছে।

পারফরম্যান্সের জন্য, Honor Magic 4 Pro এবং Magic 4 Pro+- এ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে। অন্যদিকে Honor Magic 4 হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চলবে। এই সিরিজে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং সেকেন্ডারি লেন্স হিসাবে একটি আল্ট্রা-ওয়াইড ইউনিট দেওয়া হবে। আবার Honor Magic 4-এ ১৬ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং প্রো মডেলগুলিতে ৫০ মেগাপিক্সেলের টেলিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে৷ প্রো মডেলের টেলিফটোতে লেন্সে ১০০× ডিজিট্যাল জুম সাপোর্ট করবে।