বাজেট রেঞ্জে আসছে Honor Tab X8, থাকবে Mediatek Helio X8 প্রসেসর

কিছুমাস আগে অনর (Honor) আইপিএস ডিসপ্লে, ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং MediaTek Helio P22T চিপসেটের সাথে Honor Tab X7 ট্যাবলেটটি উন্মোচন করেছিল। এই ট্যাবটি ওয়াই-ফাই (Wi-Fi) এবং এলটিই (LTE) উভয় ভ্যারিয়েন্টেই এসেছে। আর এখন শোনা যাচ্ছে যে, সংস্থাটি Tab X7-এর উত্তরসূরি হিসেবে Honor Tab X8-এর ওপর কাজ শুরু করেছে এবং অনর শীঘ্রই এটি বাজারে লঞ্চ করতে পারে। চলুন এই ট্যাবটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।

Honor Tab X8 জলদি আসতে পারে বাজারে

এক টিপস্টার চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, অনর বর্তমানে নতুন অনর ট্যাব এক্স৮-এর ওপর কাজ করছে। এটি ১,৯২০ x ১,২০০ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন অফার করবে এবং মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট দ্বারা চালিত হবে। এতে গ্রাফিক্সের জন্য সম্ভবত ইন্টিগ্রেটেড এআরএম মালি জি-৫২ জিপিইউ যুক্ত থাকবে। এই মিডিয়াটেক চিপসেটটি মোটামুটি শক্তিশালী এবং এটি ৮টি সিপিইউ কোর দ্বারা নির্মিত। এতে পারফরম্যান্সের জন্য সর্বোচ্চ ২ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি দ্রুত এআরএম কর্টেক্স-এ৭৫ কোর এবং দক্ষতার জন্য ১.৮ গিগাহার্টজের ছয়টি ছোট এআরএম কর্টেক্স-এ৫৫ রয়েছে।

এগুলি ছাড়া, আসন্ন অনর ট্যাবলেটটি সম্পর্কে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা যায়, আগামী দিনে বিভিন্ন রিপোর্ট এবং সার্টিফিকেশন সাইটের তালিকার মাধ্যমে ডিভাইসটি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে। তাই লঞ্চের পর Tab X8 গ্রাহকদের কি কি অফার করতে পারে, সে সম্পর্কে আরও ভাল ধারণা পেতে Honor Tab X7-এর স্পেসিফিকেশনগুলি চলুন দেখে নেওয়া যাক।

অনর ট্যাব এক্স৭-এর স্পেসিফিকেশন (Honor Tab X7 Specifications)

অনর ট্যাব এক্স৭ ট্যাবলেটটি গত বছর মে মাসে লঞ্চ করা হয়েছিল। এতে ৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে, যা ১,২৮০×৮০০ পিক্সেলের রেজোলিউশন এবং ১৮৯ পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে৷ ডিভাইসটি কোয়ালকম হেলিও পি২২টি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত যার সাথে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ট্যাবলেটটির স্টোরেজ সম্প্রসারণ করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor Tab X7-এর রিয়ার প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ট্যাবটির সামনে একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Tab X7 ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সবশেষে, ট্যাবলেটটির পরিমাপ ১৯৯.৬৭ x ১২১.১০ x ৮.৬০ মিলিমিটার এবং ওজন ৩২৫ গ্রাম।