৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Honor V40 Luxury Edition এর লঞ্চ আসন্ন

এই বছরের শুরুতে Honor তার ঘরেলু মার্কেটে ট্রিপল ক্যামেরা সেটআপ ও 5G চিপসেটের সঙ্গে Honor V40 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই স্মার্টফোনটির স্পেশাল এডিশন মডেল বাজারে আনার জন্য সংস্থাটি তোড়জোড় শুরু করেছে। Honor V40 এর লাক্সারি এডিশন (Luxury Edition) মডেলের লাইভ ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ফোনটির ডিজাইন ও মূল স্পেসিফিকেশগুলি সামনে এসেছে।

উইবো থেকে প্রাপ্ত ছবি অনুসারে অনার ভি৪০ লাক্সারি এডিশনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ম্যাজিক ইউআই ৪.০-তে চলবে। এছাড়া ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে আসবে।

লিক হওয়া ছবি থেকে আরও জানা গিয়েছে যে, Honor V40 Luxury Edition-এ পাঞ্চ হোল ডিজাইনের ৬.৫৭ ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে থাকবে। ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০ বিট কালার সাপোর্ট করবে। ফোনটি ব্ল্যাক, সিলভার, ও গ্রিন কালার অপশনে উপলব্ধ হবে।

এছাড়া Honor V40 Luxury Edition-এ ৬৪+৮+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। ফোনটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৮০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন