Honor X7, Honor X8, Honor X9 আগামী সপ্তাহে বাজারে আসছে, তার আগে ফাঁস বিশেষত্ব

স্মার্টফোন নির্মাতা অনর (Honor) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ২৯ মার্চ সংস্থার তরফে একটি বড় গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। আর এই ইভেন্টেই আপকামিং Honor X সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। এই স্মার্টফোন লাইনআপে Honor X7, Honor X8 এবং Honor X9 5G- এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে সম্প্রতি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আগে Honor সংযুক্ত আরব আমিরশাহী (UAE)-তে Honor X সিরিজটি ঘোষণা করে একটি ব্যক্তিগত মিডিয়া ইভেন্টের ডাক দিয়েছিল এবং সেখানে Honor X7, Honor X8 এবং Honor X9 5G-এর স্পেসিফিকেশনের বিবরণ দেওয়ার সময় এগুলির আকর্ষণীয় ডিজাইনগুলিও দেখানো হয়েছে।

Honor X সিরিজ চলতি মাসেই গ্লোবাল মার্কেটে পা রাখবে

যদিও এই সিরিজের তিনটি মডেলেই অনর পরিবারের নতুন ‘X’ নামটি রয়েছে, তবে তিনটি মডেলই প্রকৃতপক্ষে রিব্যাজড ডিভাইস যা চীনে গত তিন মাসের মধ্যে লঞ্চ করা হয়েছে, কিন্তু এক্স সিরিজটি গুগল পরিষেবাগুলির সাথে আসবে এবং তাই এগুলি গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসেবে বিবেচ্য হবে। যেহেতু ইতিমধ্যেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর যুক্ত অনর এক্স৮ মডেলের স্পেসিফিকেশন গত সপ্তাহে বিস্তারিত জানানো হয়েছে, তাই এখন অনর এক্স৭ এবং অনর এক্স৯ ৫জি ফোন দুটির স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

অনর এক্স৭- এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন (Honor X7 Expected Specifications and Design)

অনর এক্স৭ হল গতবছর ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া অনর প্লে ৩০ প্লাস-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট। তাই এই ফোনটি ৬.৭৪ ইঞ্চির টিফটি এলসিডি প্যানেল সহ আসবে এবং এটি ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ১৬.৭ মিলিয়ন কালার, ৯০.০৭% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই প্যানেলের ওপরে সেলফি ক্যামেরার জন্য ডিউ ড্রপ নচ ডিজাইন দেখতে পাওয়া যাবে। এছাড়াও, অনর এক্স৭-এর ডিসপ্লেটি কম ব্লু-লাইট নির্গমনের জন্য টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) দ্বারা সার্টিফায়েড।

পারফরম্যান্সের জন্য, Honor X7 মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৪জিবি/৬জিবি/৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ম্যাজিক ইউআই ৫.০ (Magic UI 5.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, এই অনর ফোনটির ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে।

Honor X7 হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে, ডুয়েল সিম, ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১ এবং জিএনএসএস (জিপিএস, এ-জিপিএস, বেইদউ)। এটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে। ডিভাইসটিতে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস, প্রক্সিমিটি লাইট সেন্সর এবং সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় সব সেন্সরগুলিও দেওয়া হবে। Honor X7-এর পরিমাপ ১৬৭.৫৯ × ৭৭.১৯ × ৮.৬২ মিলিমিটার এবং ১৯৮ গ্রাম। এই ফোনটি ব্ল্যাক, সিলভার, ব্লু এবং গোল্ড- এই দুই কালার অপশনে বাজারে আসবে।

অনর এক্স৯ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন (Honor X9 5G Expected Specifications and Design)

অনর এক্স৯ ৫জি অনর গত ডিসেম্বরে লঞ্চ হওয়া অনর এক্স৩০-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। সুতরাং এই ফোনে ১,০৮০ x ২,৩৮৮ রেজোলিউশন সহ ৬.৮১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ এনএম প্রক্রিয়ায় নির্মিত। স্মার্টফোনটি ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

Honor X9 5G- এর রিয়ার শেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেল (ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ) সেন্সর উপস্থিত থাকবে এবং ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটটি একটি এলআই-পিও ৪,৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যেটিতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই ফাস্ট চার্জিং প্রযুক্তিটি ব্যাটারিকে ৩০ মিনিটে শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ পূর্ণ করতে পারে বলে দাবি করা হয়। Honor X9 5G ফোনের সেন্সরগুলির মধ্যে রয়েছে, সাইড- মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস।

আপকামিং ডিভাইসটির পরিমাপ ১৬৬.১ x ৭৫.৮ x ৮.১ মিলিমিটার এবং এটির ওজন ১৮৯ গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ম্যাজিক ইউআই (Magic UI 5.0) ইউজার ইন্টারফেসে চলবে। উল্লেখযোগ্য ভাবে Honor X9 5G-এর ব্যাক প্যানেলের ডিজাইনটি Huawei Magic 4 এবং Huawei Mate 40 Pro-এর মতো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলির সাথে সাদৃশ্যপূর্ণ হবে এবং এই আসন্ন অনর স্মার্টফোনটিও ব্ল্যাক, ব্লু, সিলভার এবং গোল্ডের মতো প্রিমিয়াম রঙে গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে।

Ananya Sarkar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

18 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

47 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago