কবে চালু হচ্ছে BSNL 4G পরিষেবা, টুইটারে ঘোষণা সংস্থার

কেরল ও গুজরাতের পর এবার মহারাষ্ট্রের পুনে। চলতি বছরের শেষে সেখানেও চালু হতে চলেছে বিএসএনএলের (BSNL) 4G পরিষেবা। রাষ্ট্রায়ত্ত সংস্থার নিজস্ব টুইটার হ্যান্ডল @BSNLCorporate থেকে এক ইউজারের প্রশ্নের উত্তরে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। টুইটারে (Twitter) সেই ইউজার, আর কতদিনের মধ্যে পুনে তথা সমগ্র মহারাষ্ট্র জুড়ে BSNL 4G পরিষেবা চালু হতে পারে তা জানার আগ্রহ প্রকাশ করেন। তখন এর জবাবে কোনো রাখঢাক না করেই BSNL নিজেদের টুইটার হ্যান্ডল থেকে ঘোষণা করে যে ২০২২ সালের শেষ লগ্নে পুনে সহ সারা মহারাষ্ট্রে তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল উন্নত ও দ্রুতগতির 4G পরিষেবা শুরু করতে চলেছেন। এভাবে কেরল ও গুজরাত সহ দেশের মোট তিন রাজ্যে 4G পরিষেবা চালুর সম্ভাব্য সময় ঘোষণা সেরে ফেললো বিএসএনএল।

সুতরাং সবকিছু ঠিকঠাক চললে গ্রাহকরা আগামী ডিসেম্বর মাস (২০২২) নাগাদ বিএসএনএল 4G পরিষেবা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। তার আগে আগস্ট মাসে কেরলের মোট চার জেলায় এই রাষ্ট্রায়ত্ত সংস্থা পরীক্ষামূলকভাবে 4G চালু করতে চলেছে।

উল্লেখ্য দ্রুত 4G চালুর জন্য বিএসএনএল ইতিমধ্যে টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (TCS) ৬,০০০ নতুন সাইটে 40W রেডিও স্থাপনের বরাত দিয়েছে। এই প্রক্রিয়ায় দেরি হলে টেলকোর পক্ষে শীঘ্রই 4G লঞ্চ করা মুশকিল হবে।

4G চালুর পরেও প্রাইভেট অপারেটরদের থেকে পিছিয়ে থাকবে BSNL?

মজার ব্যাপার হল বহু দেরির পর BSNL যখন একের পর এক রাজ্যে 4G চালুর কথা ঘোষণা করছে, ঠিক তখনই Jio, Vi, Airtel প্রমুখ বেসরকারি টেলকোগুলি 5G নেটওয়ার্ক লঞ্চের সামনে দাঁড়িয়ে। ফলে 4G চালুর পরেও বিএসএনএল প্রাইভেট অপারেটরদের তুলনায় একধাপ পিছিয়ে থাকবে।

অবশ্য ইতিবাচক দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে সি-ডটের (C-DoT) সাথে হাত মিলিয়ে এর মধ্যেই বিএসএনএল নিজস্ব 5G নন-স্ট্যান্ডঅ্যালোন (5G NSA) প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে। ফলে মনে করা হচ্ছে ভবিষ্যতে এই রাষ্ট্রায়ত্ত টেলকো অতি দ্রুত তাদের নেটওয়ার্ক 4G থেকে 5G -তে আপগ্রেড করতে সমর্থ হবে।