৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ Honor X8 এবার চীনের বাইরে লঞ্চ হল, রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর

গত ১১ই মার্চ একপ্রকার নিঃশব্দে Honor তাদের লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন Honor X8 -কে দেশীয় বাজারে লঞ্চ করেছিল। তৎকালীন সময় সংস্থাটি জানিয়েছিল যে, তাদের এই নয়া হ্যান্ডসেটকে আগামী দিনে আফ্রিকা এবং ইউরোপের বাজারে উপলব্ধ করা হবে। আর এখন, একটি মিডিয়া ইভেন্ট আয়োজনের মাধ্যমে X-সিরিজ অন্তর্গত এই ফোনকে চীনের বাইরে, সৌদি আরবের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো Honor। ডিভাইসটির যাবতীয় ফিচার চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ। সেক্ষেত্রে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ২ জিবি ভার্চুয়াল র‍্যাম, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৪,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি সহ এসেছে। আসুন তাহলে এবার Honor X8 স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Honor X8 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের অনর এক্স৮ ফোনে আছে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৩৮৮ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৩.৬% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ম্যাজিক ইউআই ৪.২ (Magic UI 4.2) কাস্টম স্কিনে রান করে। আর, স্টোরেজ হিসাবে অনর এক্স৮ -এ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম পাওয়া যাবে। একই সাথে ২ জিবি ভার্চুয়াল র‍্যামের সাপোর্টও উপলব্ধ থাকছে ডিভাইসে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Honor X8 ফোনের রিয়ার প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। একই সাথে, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান, যা ১০৮০পিক্সেল (1080p) রেজোলিউশনের ভিডিও শুট করতে সক্ষম।

কানেক্টিভিটির জন্য অনরের এই হ্যান্ডসেটে, ডুয়েল 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে এআই ফেস আনলক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার৷ আবার, পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তদুপরি, সংস্থার দাবি অনুসারে, মাত্র ১০ মিনিটের স্বল্প চার্জে এই ব্যাটারি ৩ ঘন্টার ভিডিও প্লেব্যাক অফার করতে সক্ষম। Honor X8 স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৪x ৭৪.৭x ৭.৪৫ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম।

Honor X8 ফোনের দাম

Honor X8 স্মার্টফোনকে সৌদি আরবে ৮৯৯ এইডি (AED) বা ভারতীয় মূল্যে প্রায় ১৮,৭০০ টাকার লঞ্চ করা হয়েছে। এই দাম ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক কনফিগারেশনের। এটি মিডনাইট ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং ওশান ব্লু অপশনে পাওয়া যাবে। ভারতে, এই অনার এক্স৮ -কে কতদিনে নিয়ে আসা হবে তা এখনো অনিশ্চিত।