ফেসবুকে কেয়ার ইমোজি কিভাবে পাবেন? জেনে নিন

সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক সম্প্রতি তাদের রিয়্যাক্ট ইমোজির সাথে আরও একটি ইমোজি যুক্ত করেছে। এই ইমোজির নাম ‘Care’। এর আগে ফেসবুকে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি রিয়্যাক্ট উপলব্ধ ছিল। যদিও নতুন কেয়ার ইমোজি এখনও সকলের জন্য উপলব্ধ হয়নি। হয়তো স্বাভাবিক ভাবে এই রিয়্যাক্ট ইমোজি আসতে আরও কিছুদিন সময় লাগবে। তবে আপনি চাইলে এখনই এই Care রিয়্যাক্ট ইমোজি আপনার প্রোফাইল সক্রিয় করতে পারেন। তার আগে আসুন জেনে নিই এই ইমোজি আনার পিছনে কারণ।

নতুন এই রিয়্যাক্ট ইমোজিতে আমরা একটি কিউট ইমোজি দ্বারা হার্ট কে জড়িয়ে থাকতে দেখছি। ফেসবুক আসলে করোনা ভাইরাসের সংক্রমণের সময় মানুষ যাতে একে অপরকে সহযোগিতা করে তাই এই রিয়্যাক্ট ইমোজি নিয়ে এসেছে। সম্প্রতি ফেসবুক টিম জানিয়েছিল যে, ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপ ছাড়াও ব্যবহারকারীরা ওয়েব ভার্সনেও নতুন ইমোজি এবং রিয়্যাক্ট দেখতে পাবেন। এই রিয়্যাক্টগুলি করোনা ভাইরাস সংক্রমণের সাথে সম্পর্কিত এবং ব্যবহারকারীদের সমর্থনকে নির্দেশ করবে।

কিভাবে ফেসবুকে সক্রিয় করবেন কেয়ার রিয়্যাক্ট ইমোজি :

সবার প্রথমে আপনার ফেসবুকের মেন (লাইট ভার্সনে হবেনা) অ্যাপটি আপডেট করুন।

এবার আপনার প্রোফাইলে থাকা কোনো পোস্টে কমেন্ট করুন এটি লিখে ‘#Care_Emoji_ON’।

এরপর আপনার ওই কমেন্টে রিয়্যাক্ট করার সময় আপনি কেয়ার ইমোজি দেখতে পাবেন।

এর ১০-২০ মিনিট পরে আপনি সমস্ত পোস্টে কেয়ার ইমোজি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *