Driving Licence: ঘরে বসেই কয়েকটি সহজ ধাপে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স, পদ্ধতি দেখুন

গাড়ি কিংবা বাইক নিয়ে রাস্তায় বেরোলে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক নিয়ম কানুন জানাটা খুব দরকার নয়তো বিপদ অবশ্যম্ভাবী। তাই কয়েকটি পরীক্ষায় পাস করার পর হাতে পাওয়া যায় এই লাইসেন্স৷ ঘরে বসে অনলাইনে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, দেখে নিন এই প্রতিবেদনে

প্রথম ধাপ — লার্নার লাইসেন্স-এর জন্য আবেদন

কেউ শুরুতেই পার্মানেন্ট লাইসেন্সের দাবিদার হতে পারে না। একজন সদ্য ড্রাইভিং শিখতে আসা ব্যক্তির কাছে প্রথম কর্তব্য হলো লার্নার লাইসেন্স হাতে পেয়ে গাড়ি চালাবার খুঁটিনাটি বিষয়গুলির দিকে দৃষ্টি দেওয়া ও ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা। অবশ্য লিখিত পরীক্ষায় পাশ করার পর তবেই হাতে মেলে লার্নার লাইসেন্স। নূন্যতম বয়স দরকার ১৮ বছর।

প্রথমে পরিবহন দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। তারপর ​নিজের রাজ্য বেছে নিয়ে “apply for learner licence” অপশন সিলেক্ট করতে হবে। তারপর ​সম্পূর্ণ ফরমটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে আপলোড করার পর ​এরপর অনলাইন পেমেন্ট করতে হবে। এরপর ড্রাইভিং ​টেস্টের জন্য স্লট বুক করে। ​সর্বশেষে লিখিত পরীক্ষা পাস করতে হবে। লিখিত পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেলে তবেই মিলবে লার্নার লাইসেন্স। অবশ্য একবার ফেল করলে আবার চেষ্টা করা যাবে।

লার্নার লাইসেন্স হাতে পাওয়ার পর আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন তবে চালকের পাশের সিটে অতি অবশ্যই থাকতে হবে পার্মানেন্ট লাইসেন্সধারী কাউকে। অন্যথায় জরিমানার মুখে পড়তে হতে পারে। আবার চালানো শিখছি আশেপাশের গাড়ির চালকদের সেই বার্তা দিয়ে সতর্ক করার জন্য নিজের গাড়ির সামনে এবং পিছনে “L” অক্ষরটি লাগাতে হবে।

দ্বিতীয় ধাপ — পার্মানেন্ট লাইসেন্সের আবেদন

লার্নার লাইসেন্স হাতে পাওয়ার দিন থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত সমস্ত ভারতবর্ষের যে কোনো জায়গায় এটি ব্যবহার করা যাবে। তবে লার্নার লাইসেন্স পাওয়ার এক মাসের মাথায় যে কেউ পার্মানেন্ট লাইসেন্স পাওয়ার আবেদন করতে পারে। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে সহজেই আপনি পেতে পারেন পার্মানেন্ট লাইসেন্স।

সবার আগে উপরের ওয়েবসাইটে যান। ​নিজের রাজ্য সিলেক্ট করুন। ​”apply for driving licence” এই অপশনটি বেছে নিন। ​স্ক্রিনে দেওয়া ফরমটি নির্ভুলভাবে পূরণ করুন। ​প্রয়োজনীয় নথি আপলোড করুন। ​নিজের পছন্দমত ড্রাইভিং টেস্ট স্লট বেছে নিন। পেমেন্ট করুন। তারপর ড্রাইভিং টেস্ট পাশ করলেই পার্মানেন্ট লাইসেন্স হস্তগত হবে। এ ক্ষেত্রে এক বার অকৃতকার্য হলেও সাতদিন পরে আবার চেষ্টা করার সুযোগ রয়েছে।