Smartphones Tips: ফোন চার্জ হতে দেরি হচ্ছে? চার্জিং স্পিড বাড়াতে মেনে চলুন এই ৭টি নিয়ম

এখনকার ডিজিটাল যুগে যে সকল স্মার্টফোনগুলি লঞ্চ হচ্ছে, সেগুলিতে নজরকাড়া স্পেসিফিকেশনের পাশাপাশি, ব্যাটারি ও ফাস্ট চার্জিংয়ের উপর নজর দেওয়া হয়। আজকাল মানুষের জীবনধারাও যেমন অত্যন্ত দ্রুতগতির হয়ে গেছে, তেমনিই সেই বিষয়টিকে প্রত্যক্ষ করে স্মার্টফোনেও নিয়ে আসা হয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। দ্রুতগতির এই জীবনে তিন-চার ঘণ্টা ধরে ফোনে চার্জ দেওয়ার সময় কার কাছে নেই। তাই শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ফাস্ট চার্জিং প্রযুক্তির দৌলতে আজকাল এক-ঘণ্টারও কম সময়ে ফোন ফুল চার্জ হয়ে যাচ্ছে।

তবে পুরানো ফোনগুলি চার্জ হতে অনেকটা বেশি সময় নেয়। আবার নতুন ফোনেও কিছুদিন পর থেকে এই সমস্যা দেখা দিতে পারে। না না, এর মানে আপনার ফোন খারাপ হয়ে গেছে তা নয়! হ্যাঁ, অনেক সময় ব্যাটারির গন্ডগোল বা ফোন পুরোনো হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে বৈকি, কিন্তু তা ছাড়াও কয়েকটা ছোটোখাটো বিষয়ের ওপর বিশেষ নজর দিলেও আপনার ফোনের চার্জিং স্পিড বেশ অনেকটা বাড়ানো সম্ভব হবে। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদের এমন ৭ টি সহজ উপায় জানাতে চলেছি যেগুলি মেনে চললে আপনি আপনার ফোনের চার্জিং স্পিড বাড়াতে পারবেন। তাহলে চলুন, উপায়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফোন দ্রুত চার্জ করার উপায় (How to boost Smartphone Charging Speed)

চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার করা এড়িয়ে চলুন

এমন অনেকেই আছেন যারা ফোন চার্জে বসিয়েও সেটিকে অনর্গল ব্যবহার করে যান। কল, মেসেজ, বিভিন্ন শপিং অ্যাপের ব্যবহার, এমনকি ক্রমাগত গেমও খেলে থাকেন অনেকেই। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, চার্জে থাকাকালীন ফোন ব্যবহার করলে খুব স্বাভাবিকভাবেই ফোনের চার্জ হতে সময় বেশি লাগে, এমনকি ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। তাই চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথ অফ রাখুন

লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথ অন থাকলে প্রচুর ব্যাটারি অপচয় হয়। তাই ফোন চার্জ দেওয়ার সময় ওই অপশনগুলি অন থাকলে চার্জ হতে অনেক বেশি সময় লাগে। সেই কারণে ফোন চার্জে বসানোর আগে লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথ অপশনগুলি টার্ন অফ করে দিন।

সর্বদা অরিজিনাল কেবল ও অ্যাডপ্টার ব্যবহার করুন

স্মার্টফোন কেনার সময় তার সঙ্গে যে কেবল এবং অ্যাডাপ্টার দেওয়া হয়, সবসময় সেটি দিয়েই ফোন চার্জ করা উচিত। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করেন, তাহলে আপনার ডিভাইসের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেইসাথে চার্জিং স্পিডের ওপরেও তার বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সবসময় অরিজিনাল কেবল ও অ্যাডাপ্টার ব্যবহার করুন।

ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অ্যাপগুলি টার্ন অফ করুন

ফোনের স্ক্রিন লক করার পরেও বেশ কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনি ব্যবহার না করলেও সেগুলি আপনার অজান্তেই ফোনের ব্যাটারি ক্ষয় করতে থাকে। তাই আপনি ফোনের সেটিংসে গিয়ে দেখতে পারেন যে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে, এবং চার্জ দেওয়ার আগে সেই অ্যাপগুলি টার্ন অফ করে দিতে পারেন। এতে আপনার স্মার্টফোনের চার্জিং স্পিড অনেকটাই বেড়ে যাবে।

এয়ারপ্লেন মোড ব্যবহার করুন

ফোনের এয়ারপ্লেন মোড অন করে রাখলে ফোনের নেট কানেকশন এবং কলিং ফেসিলিটি বন্ধ হয়ে যায়। এছাড়া এই মোড অন করলে একাধিক অ্যাপও কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে ফোনের ব্যাটারির অপচয় অনেক কম হয়, ফলে খুব স্বাভাবিকভাবেই চার্জিং স্পিড বেড়ে যায়। তাই ফোন চার্জ দেওয়ার সময় অবশ্যই এয়ারপ্লেন মোড অন করে রাখুন।

অযথা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করবেন না

মার্কেটে এমন অনেক চার্জার পাওয়া যায় যেগুলি ব্যবহার করলে দেখা যায় যে ফোন অতি দ্রুত চার্জ হয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এই চার্জারগুলি ব্যবহার করলে আপনি খুব লাভবান হবেন। কিন্তু মনে রাখবেন যে, প্রতিটি ফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, এবং সেই ক্যাপাসিটি অনুযায়ী ওই স্মার্টফোনটির সাথে উপযুক্ত চার্জারটি সরবরাহ করা হয়। আর স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী এবং সুস্থসবল রাখার জন্য বিশেষজ্ঞরা সেই কারণেই সবসময় স্মার্টফোনের সাথে প্রদত্ত চার্জারটি ব্যবহার করতে বলেন। কিন্তু অযথা ফাস্ট চার্জার ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারির কার্যক্ষমতা দিন-কে-দিন কমতে থাকে, পাশাপাশি ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায় এবং ধীরে ধীরে ফোনটিও খারাপ হয়ে যায়। তাই এই ধরনের চার্জার কখনোই ব্যবহার করবেন না।

সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখবেন না

সারাদিন কাজকর্মের পর অনেকেই রাতে শুতে যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন। কারণ সেই সময় যেহেতু ফোনের ব্যবহার হয় না, তাই অনেকেই সেটিকেই চার্জ দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে, এর ফলে ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত থাকে। এর ফলে ধীরে ধীরে ব্যাটারির ক্ষতি হতে থাকে, ঠিক যেমন ভরপেট খাওয়ার পর আরও খেলে বিপদ হয়ে যায়, অনেকটা সেরকম সমস্যাই এক্ষেত্রে দেখা যায়। তাই সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখা কখনোই উচিত নয়। যদিও আজকালকার স্মার্টফোন ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে আর পাওয়ার সংগ্রহ করে না।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

1 hour ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

1 hour ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

3 hours ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

4 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

5 hours ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

5 hours ago