UAN অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বর কিভাবে বদলাবেন

বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে কর্মরত মানুষের কাছে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় একটা বড় আশ্বাস। এই সংক্রান্ত কাজকর্ম তদারকির জন্য রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন (The Employees Provident Fund Organisation) বা EPFO। ইতিমধ্যেই এই সংস্থা সদস্যদের জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (Universal Account Number) পরিষেবা লঞ্চ করেছে। UAN এমন একটি পরিষেবা যার মাধ্যমে সংস্থার সদস্যরা নিজের অ্যাকাউন্টের যাবতীয় ট্রানজাকশন ও ডিপোজিট সম্পর্কে জানতে পারবেন। এমনকি পেশা বদল করলে বা অন্য কোন প্রতিষ্ঠানে যোগ দিলেও এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের কোনো পরিবর্তন হবেনা।

অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টের মতোই UAN -এ রেজিস্ট্রেশনের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন, যার মাধ্যমে ভবিষ্যতে উপভোক্তার সাথে যোগাযোগ করা সম্ভব হবে। অথচ অনেক সময়ে আমরা নিজেদের নম্বর বদলাতে বাধ্য হই। সেক্ষেত্রে অ্যাকাউন্টের মালিককে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আপডেট করতে হবে, অর্থাৎ পুরোনো নম্বরটি সরিয়ে সেখানে নিজের নতুন অ্যাক্টিভ কানেকশনের নম্বর নথিভুক্ত করতে হবে। অনলাইনের মাধ্যমে খুব সহজে এই কাজ করা সম্ভব। ইপিএফও পোর্টালে নিজের নম্বর বদল বা আপডেটের জন্য ঠিক কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হবে আসুন জেনে নিই।

১। প্রথমে ইপিএফও পোর্টালটি (www.epfindia.gov.in) ওপেন করুন এব নিজের UAN ও পাসওয়ার্ড এন্টার করে লগ-ইন করুন।

২। এরপর Manage Tab -এ ক্লিক করে ড্রপ-ডাউন মেনু থেকে Contact Details অপশন বেছে নিন।

৩। এবার Change Mobile Number Checkbox বিকল্পে ক্লিক করুন।

৪। নতুন বৈধ মোবাইল নম্বরটি এন্টারের করুন। কনফার্ম করার জন্য নম্বরটিকে পুনরায় এন্টার করতে হবে।

৫। নিজের নম্বরে OTP পাওয়ার জন্য Get Authorization Pin অপশনটি সিলেক্ট করুন।

৬। নতুন নম্বরে ওটিপি পাওয়ার পর ভেরিফিকেশনের জন্য পোর্টালে সেটিকে এন্টার করতে হবে। এরপর Save Changes বাটন ক্লিক করুন।

৭। মোবাইল নম্বর সফলভাবে আপডেট হয়ে গেলে এসএমএসের মাধ্যমে আপনার নতুন নম্বরে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।