পুরোনো চ্যাট না ডিলিট করে এভাবে বদলান আপনার Whatsapp নম্বর

স্মার্টফোন ব্যবহার করে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনা এমন মানুষ এখন খুঁজে পাওয়া দুষ্কর। সারাবিশ্বে Whatsapp এর জনপ্রিয়তা তুঙ্গে। আমরা প্রায়শই আমাদের প্রাইমারি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপের…

স্মার্টফোন ব্যবহার করে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনা এমন মানুষ এখন খুঁজে পাওয়া দুষ্কর। সারাবিশ্বে Whatsapp এর জনপ্রিয়তা তুঙ্গে। আমরা প্রায়শই আমাদের প্রাইমারি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলি। কিন্তু অনেক সময় আবার এই নম্বর বদলানোর দরকার হয়ে পড়ে। কিন্তু সমস্ত ডেটা ও চ্যাট ডিলিট হয়ে যাওয়ার ভয়ে আমরা নম্বর বদলাই না। তবে আজ আমরা একটি পদ্ধতি বলবো যার দ্বারা আপনি কোনো ডেটা না হারিয়েও Whatsapp এর নম্বর বদল করতে পারবেন।

ফোন নম্বর বদলের জন্য হোয়াটসঅ্যাপের Change Number ফিচার বদলাতে হবে। এটি করলে ফোন নম্বর বদলালেও আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সেটিংস এবং গ্রুপের ডেটা একই থাকবে।কিছুই ডিলিট হবেনা। এই ফিচার গ্রুপে আপনার ফোন নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে দেবে এবং গ্রুপের অন্যান্য সদস্যদেরও এটি সম্পর্কে অবহিত করে।

হোয়াটসঅ্যাপে এভাবে বদলান ফোন নম্বর :

সবার প্রথমে ফোনে একটি নতুন সিম ঢোকান। নতুন সিমটি সেই ফোনেই দিন যেখানে পুরানো নম্বর থেকে হোয়াটসঅ্যাপ চলছে।
নেটওয়ার্ক এলে হোয়াটসঅ্যাপ খুলুন।

এবার Settings এ গিয়ে Account অপশনে যান।

এখানে আপনি Change number বিকল্প পাবেন।

এবার আপনাকে জিজ্ঞাসা করা হবে যে, সমস্ত ডেটা মাইগ্রেট হবে। এবার Next বাটনে ক্লিক করুন।

এরপর ফের পুরোনো নম্বর দিন এবং আবার নতুন নম্বর এন্টার করুন এবং Next বাটনে ক্লিক করুন।

এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে নম্বর পরিবর্তন করার বিষয়ে কাকে অবহিত করা উচিত।

এখানে আপনি ‘All Contacts’, ‘Contacts I have chats with’ অথবা ‘Custom’ সহ বিভিন্ন বিকল্প দেখতে পাবেন। এইভাবে আপনি ডেটা না হারিয়েও হোয়াটসঅ্যাপে নম্বর বদল করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *