Jio, BSNL, ভোডাফোন ও এয়ারটেলের নম্বর চেক করবেন কিভাবে, কোডগুলি জেনে নিন

আমরা আমাদের প্রাইমারি মোবাইল নম্বর মনে রাখতেও পারলেও, দু তিনটি সিম ব্যবহার করার কারণে অন্য নম্বরগুলি অনেক সময় ভুলে যাই। এই পরিস্থিতিতে, রিচার্জ করা থেকে…

আমরা আমাদের প্রাইমারি মোবাইল নম্বর মনে রাখতেও পারলেও, দু তিনটি সিম ব্যবহার করার কারণে অন্য নম্বরগুলি অনেক সময় ভুলে যাই। এই পরিস্থিতিতে, রিচার্জ করা থেকে ব্যালেন্স চেক করতে আমাদেরকে সমস্যায় পড়তে হয়। তাই আজ আমরা আপনাকে Jio, এয়ারটেল, ভোডাফোন এবং বিএসএনএল এর ইউএসএসডি কোড সম্পর্কে বলব, যেগুলি ব্যবহার করে আপনি সহজেই আপনার মোবাইল নম্বর বার করতে পারবেন।

BSNL নম্বর কিভাবে চেক করবেন :

বিএসএনএল গ্রাহকরা *২২২# ডায়েল করে তাদের নম্বর চেক করতে পারবেন।

Jio গ্রাহকরা কিভাবে নম্বর দেখতে পাবেন :

জিও নম্বর চেক করার জন্য কোনো ইউএসএসডি কোড আনেনি। আপনি মাই জিও অ্যাপ থেকে নম্বর চেক করতে পারবেন। এরজন্য মাই জিও অ্যাপ ওপেন করে করতে হবে। গুগল প্লে স্টোরে অ্যাপটি উপলব্ধ।

Vodafone গ্রাহকরা কিভাবে নম্বর চেক করবেন :

ভোডাফোন গ্রাহকদের নম্বর চেক করার জন্য *১১১*২# ডায়েল করতে হবে। এছাড়াও ব্যালান্স চেক করার জন্য ডায়েল করতে হবে *৫৫৫#, *৫৫৫*০#, *৭৭৭*০#, *১৩১*০#।

Airtel গ্রাহকরা কিভাবে নম্বর চেক করবেন :

এয়ারটেল গ্রাহকদের নম্বর চেক করতে *২৮২# ডায়েল করতে হবে। আবার নম্বর ও ব্যালান্স চেক করার জন্য ডায়েল করতে হবে- *১২১*৯৩#, ১৪০*১৬০০#, *১৪১*১২৩# ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *