Google Maps: জরুরি কাজে বাইরে বেরোবেন? রাস্তার ট্রাফিকের হাল চেক করে নিন কয়েক ক্লিকেই

Agneepath: ‘অগ্নিপথ’ (Agneepath) স্কিম এখন সারা দেশে জ্বালাময়ী পরিস্থিতি তৈরি করেছে; সংবাদমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ার কাছে হট টপিক এই নতুন প্রকল্প। আসলে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত এই প্রকল্প একাংশেরই না-পসন্দ! ফলে বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ চলছে; অনেকে এটির সমালোচনাও করেছেন। যদিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, কোনো পরিস্থিতিতেই প্রকল্প প্রত্যাহার করা হবে না। সেক্ষেত্রে অগ্নিপথ স্কিমের প্রতিবাদে আজ বহু সংগঠন ভারত বন্ধ ঘোষণা করেছে। দেশের বহু জায়গায় এই বন্ধের প্রভাবও দেখা যাচ্ছে। তাই আপনি যদি কোনো জরুরি কাজে বাড়ির বাইরে যান, তবে তার আগে অবশ্যই নিকটবর্তী এলাকার ট্র্যাফিকের অবস্থা পরীক্ষা করুন। কারণ বন্ধের কারণে বাইরে বেরিয়ে আপনাকে নানাবিধ ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি এলাকার ট্র্যাফিক চেক করবেন? সেক্ষেত্রে বলি, এর জন্য আপনাকে জনপ্রিয় নেভিগেশন অ্যাপ গুগল ম্যাপসের (Google Maps) সাহায্য নিতে হবে। আপনি খুব সহজে ঘরে বসেই গুগল ম্যাপ থেকে ট্রাফিক সম্পর্কে তথ্য পেতে পারেন। গুগলের এই ম্যাপ সার্ভিসে ট্র্যাফিকের অবস্থা তিনটি কালার অপশনের মাধ্যমে বর্ণিত হয়। এখানে সবুজ রং মানে হালকা ট্রাফিক এবং হলুদ রং মানে মাঝারি ট্রাফিক। তবে যদি রং লাল হয় তবে তার অর্থ ট্রাফিক খুব বেশি জ্যাম।

কীভাবে Google Maps-এর মাধ্যমে ট্র্যাফিক চেক করবেন?

১. প্রথমে আপনার মোবাইলে গুগল ম্যাপ অ্যাপ খুলুন এবং ওপরের ডানদিকে ওভারলে আইকনে ক্লিক করুন।

২. এখানে আপনি অনেকগুলি অপশন পাবেন যার মধ্যে আপনাকে ট্রাফিক অপশন বেছে নিতে হবে।

৩. এরপর আপনি কালার কোডেড ডিটেইলস পেতে শুরু করবেন। এক্ষেত্রে যদি আপনি কোনো তথ্য দেখতে না পান, তাহলে হয় এর কারণ ট্রাফিক ডেটা উপলব্ধ নয় বা ডিভাইসের ইন্টারনেট স্পিড স্লো। 

এত গেল সহজ পন্থার কথা। বাড়ি বসে ট্রাফিক চেক করার জন্য কিন্তু আরো একটি উপায় আছে। এর জন্য আপনাকে গুগল ম্যাপ খুলতে হবে এবং আপনি যেখানে যেতে চান সেই জায়গা সার্চ করতে হবে। এরপর নেভিগেশন শুরু করলে আপনি একইভাবে রঙের মাধ্যমে ট্রাফিক তথ্য দেখতে পাবেন। যে জায়গায় দীর্ঘ সময় ধরে লাল রঙ থাকবে সেখানে জ্যাম আছে বলে জানতে হবে।