Categories: Tech News

Mobile Number Find: সিম থেকে নিজের মোবাইল নাম্বার জানার সহজ উপায় দেখে নিন

নতুন মোবাইল নম্বর নেওয়ার পর তা মুখস্ত করতে কিছুটা সময় লেগেই যায়। কিন্তু তার মাঝেই যদি কেউ ফোন নম্বর চেয়ে বসে বা ফর্ম ফিলআপ করতে গিয়ে নম্বর দেওয়ার পরিস্থিতি আসে তখন পড়তে হয় বেগতিক অবস্থায়। এক্ষেত্রে অনেকে নিজেদের নম্বর ডিভাইসে সেভ করে রাখে দরকারে কাজে লাগবে ভেবে। কিন্তু বেশিরভাগ মানুষই এমনটা করতে ভুলে যান। এবার প্রশ্ন হল এরকম পরিস্থিতিতে কীভাবে নিজের মোবাইল নম্বর আপনারা খুঁজে বের করবেন? আজ আমরা এই প্রতিবেদনে ৮টি এমন কৌশল সম্পর্কে জানাবো যা নতুন সিম গ্রাহকদের বিশেষ কাজে লাগবে। নীচে সিম থেকে মোবাইল নম্বর চেক করার পদ্ধতি আলোচনা করা হল।

সিম ব্যবহার করে মোবাইল নম্বর জানার পদ্ধতি

১. ফোনের সেটিংস চেক করুন –

অ্যান্ড্রয়েড :

১. প্রথমেই ফোনের সেটিংস অপশনে চলে যান।
২. তারপর নীচের দিকে স্ক্রোল করুন এবং “অ্যাবাউট ফোন” বা “অ্যাবাউট ডিভাইস” -এ ট্যাপ করুন।
৩. এরপর, “স্ট্যাটাস” বা “ফোন আইডেন্টিটি ” বিকল্পে ট্যাপ করুন।
৪. এবার “মাই ফোন নম্বর” বা “সিম স্ট্যাটাস” চয়ন করলেই আপনার ফোন নম্বর স্ক্রিনে প্রদর্শিত হবে৷

আইফোন :

১. আইফোন মালিকদের প্রথমেই সেটিংস -এ চলে যেতে হবে।
২. পরবর্তীতে “ফোন” বিকল্পে ক্লিক করুন।
৩. এবার “মাই নম্বর” অপশন বেছে নিলেই স্ক্রিনে নম্বর প্রদর্শিত হবে৷

২. পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন –

সিমের ফোন নম্বর খুঁজে বের করতে চাইলে আপনি নিজ পরিষেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য সংস্থাটির প্রতিনিধি আপনার কাছ থেকে নির্দিষ্ট তথ্য জানতে চাইবে। একবার ভ্যারিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, প্রতিনিধি দশ সংখ্যার ফোন নম্বরটি পুনরুদ্ধার করে আপনাকে জানিয়ে দেবে। নীচে টেলিকম অপারেটর অনুসারে হেল্পলাইন কোডগুলি দেওয়া হয় –

এয়ারটেল: ১২১ (121)
বিএসএনএল: ১৫০০ (1500)
জিও: ১৯৯ (199)
ভিআই: ১৯৮ (198)

৩. USSD কোড ব্যবহার করুন -্

ফোন নম্বর ভুলে গেলে তা পুনরুদ্ধার করার সবচেয়ে সহজ উপায় হল ‘আনস্ট্রাকচার সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা’ বা USSD কোড ব্যবহার করা৷ এর জন্য আপনাকে ডায়লার অ্যাপ থেকে নিজ টেলিকম অপারেটরের USSD কোড ডায়াল করতে হবে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে একটি এসএমএস আসবে, যেখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে। নীচে এয়ারটেল, বিএসএনএল, জিও এবং ভোডাফোন আইডিয়া বা ভিআই -এর USSD কোড দেওয়া হল –

এয়ারটেল – ২৮২# (282#)
বিএসএনএল – ২২২# (222#)
জিও – ১# (1#)
ভিআই – ১৯৯# (199#)

৪. ক্যারিয়ার’স অ্যাপ চেক করুন –

ক্যারিয়ার’স অ্যাপ (Carrier’s App) ব্যবহার করে আপনি নিজের ফোন নম্বর জানতে পারবেন। এর জন্য আপনার ফোনে এই ক্যারিয়ার অ্যাপ্লিকেশনগুলির যেকোনো একটি থাকতে হবে, যথা – AT&T, Verizon, T-Mobile, Sprint ।

১. যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করার পর তা ওপনে করুন।
২. এবার ক্যারিয়ার অ্যাকাউন্টে লগ ইন করুন৷
৩. ‘প্রোফাইল ইনফরমেশন’ সেকশনের অধীনে ফোন নম্বর প্রদর্শিত হতে পারে৷

৫. হোয়াটসঅ্যাপ চেক করুন –

আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ফোন নম্বর খুঁজে থাকেন, তবে সরাসরি এই মেটা মালিকাধীন প্ল্যাটফর্মেই চলে যান। তারপর নীচে দেওয়া ধাপ অনুসরণ করুন –

১. প্রথমেই ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চালু করুন৷
২. এবার ডিসপ্লে উপরের দিকে থাকা থ্রী-ডট মেনু -তে থাকা “সেটিংস” বিকল্পে ক্লিক করুন।
৩. এবার একদম উপরে থাকা প্রোফাইল নাম বিকল্পে ট্যাপ করুন।
৪. পরবর্তীতে একটু স্ক্রল করলেই স্ক্রীনে আপনার ফোন নম্বর সহ যাবতীয় প্রোফাইল তথ্য দেখতে পাবেন৷

৬. পরিচিত কাউকে ফোন করুন –

ফোন নম্বর চেক করার সর্বোত্তম উপায় হল পরিচিত কাউকে অর্থাৎ পরিবারের সদস্য বা বন্ধুদের ভয়েস কল করা। এক্ষেত্রে আপনি যেই সিম নম্বর ব্যবহার করে ফোন করবেন তা অন্য ব্যক্তির ফোনের স্ক্রিনে ফ্ল্যাশ হতে থাকবে। এরপর সেই ব্যক্তিকে আপনার মোবাইল নম্বর বলতে বলুন এবং কোথাও নোট করে রাখুন।

৭. আইফোন (iPhone) কন্টাক্ট থেকে সিম কার্ড চেক করুন –

১. আইফোন থেকে কন্টাক্ট অ্যাপে চলে যান।
২. এবার “মি” বা “মাই কার্ড” লেখা কন্টাক্ট সন্ধান করুন৷
৩. বিকল্পটি খুঁজে পেলে তাতে ট্যাপ করুন। এমনটা করলেই সিম কার্ডের সাথে যুক্ত আপনার ফোন নম্বর স্ক্রিনে ভেসে উঠবে৷

৮. এসএমএস পাঠানোর মাধ্যমে-

আপনি এসএমএস পাঠিয়েও মোবাইল ফোন নম্বর চেক করতে পারেন। এই পরিষেবাটি বর্তমানে শুধুমাত্র জিও এবং বিএসএনএল গ্রাহকদের জন্যই উপলব্ধ।

Jio ব্যবহারকারীদের জন্য:

১. প্রথমে “MYPLAN” টাইপ করুন এবং ১৯৯ (199) নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।
২. এবার মোবাইল নম্বর এবং রিচার্জ প্ল্যানের বিবরণ যুক্ত টেক্সট পাঠানো হবে আপনাকে।

BSNL ব্যবহারকারীদের জন্য:

১. প্রথমে টেক্সট বক্সে গিয়ে “BAL” টাইপ করুন এবং ১২৩ (123) নম্বরে পাঠিয়ে দিন।
২. এবার মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্য সহিত একটি রিপ্লাই সংস্থার তরফ থেকে আপনাকে পাঠানো হবে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago